আবারো নিজেকে সেরা দাবি রোনালদোর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২০: ৫৯

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? কে সর্বকালের সেরা ফুটবলার? এ নিয়ে বিতর্ক আর কথার যুদ্ধ এখনো থেমে নেই। যেমনটা লড়াই হতো পেলে আর ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে। ২০২২ কাতার বিশ্বকাপে জেতার পর আর্জেন্টাইন সুপারস্টার মেসিকেই সেরা হিসেবে মেনে নিয়েছেন অবশ্য অনেকে।

বিজ্ঞাপন

কিন্তু রোনালদোপ্রেমীরা এমনটা মানতে নারাজ। রোনালদো নিজেও নিজেকে মেসির চেয়ে সেরা ভাবেন সব সময়। রাখঢাক না রেখে বলেছেনও বেশ কয়েকবার। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ফের নিজেকে সর্বকালের সেরা দাবি করলেন সিআর সেভেন।

মরগান পর্তুগিজ মেগাস্টার রোনালদোকে প্রশ্ন করেছিলেন, ‘লোকে বলে, মেসি আপনার চেয়ে ভালো। আপনি কী মনে করেন?’ এমন প্রশ্ন শুনে সৌদি ক্লাব আল নাসরের প্রাণভোমরা রোনালদোর সোজাসাপ্টা উত্তর, ‘মেসি কি আমার চেয়ে ভালো? আমি একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’ এবারই প্রথম নয়। পর্তুগিজ কিংবদন্তি এর আগেও এমন দাবি করেছিলেন, ‘আমি মনে করি আমিই সেরা। আমার রেকর্ড, গোল, ট্রফিÑসবকিছু তা-ই বলে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত