
সবাইকে ছাড়িয়ে অ্যাসিস্টের চূড়ায় মেসি
লিওনেল মেসি কেবল গোল করেন না, করানও। আর গোল করানোতে এবার সবাইকে ছাড়িয়ে শীর্ষে পৌছে গেলেন আর্জেন্টাইন তারকা। ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারের ফাইনাল জেতার দিনেই অ্যাসিস্টের বিশ্ব রেকর্ড গড়েছেন বিশ্বকাপ জয়ী তারকা।























