এএফসি চ্যাম্পিয়নস লিগ
স্পোর্টস ডেস্ক
মাঠে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ জর্জ জেসুস দলের প্রাণভোমরাকে রেখেছিলেন বিশ্রামে। তবুও পর্তুগিজের সুপারস্টারের অভাবটা বুঝতে দেয়নি আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে গোল উৎসব করেছে সৌদি আরবের জায়ান্ট ক্লাবটি। বুধবার রাতে তাজিকিস্তানের এফসি ইস্তিকললকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। নিজেদের মাঠ আল আউয়াল পার্কে সৌদি ক্লাবটির হয়ে গোল করেন ভিন্ন পাঁচ ফুটবলার।
ম্যাচে গোলবন্যা শুরু করতে খুব বেশি সময় নেয়নি আল নাসর। ১৪ মিনিটের মাথায় আব্দুল রেহমান গারিবের গোলে ম্যাচের ডেডলক ভাঙে স্বাগতিকরা। মিনিট তিনেক পর চোখ ধাঁধানো ফিনিশিংয়ে গোল ব্যবধান ২-০তে নিয়ে যান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। সে সুবাদে দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল নাসর।
ম্যাচের ৫৯ মিনিটে আল নাসরকে তৃতীয় গোল উপহার দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়েসলি রিবেইরো। ৩-০ গোলে পিছিয়ে পড়ে সফরকারী ইস্তিকলল মূলত ম্যাচ থেকেই ছিটকে যায়। ম্যাচ শেষের বাঁশি বাজার এক মিনিট আগে কিংসলে কোম্যান ক্ষিপ্রগতির শটে ব্যবধান বাড়িয়ে দেন আরো এক ধাপ। ইনজুরি টাইমে (৯০+৩ মিনিটে) ইস্তিকললের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাদিও মানে। সে সুবাদে ৫-০ গোলের দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
সৌদি সংবাদমাধ্যম বলছে, সিআর সেভেন স্টেডিয়ামেই ছিলেন। মাঠে না খেলে জিমে ব্যস্ত সময় কাটান। রোনালদো মাঠে না থাকায় অন্য সতীর্থরা নিজেদের মেলে ধরেছেন ঠিকঠাকই। সুযোগ কাজে লাগিয়েছেন তারা। তবে আগামীকাল শনিবার রাতে সৌদি প্রো লিগে আল রিয়াদের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন রোনালদো।
ম্যাচ শেষে কোচ জর্জ জেসুস বলেন, ‘এটা শুধু ৫-০ জয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়। বরং ছয়জনের বেশি খেলোয়াড়কে সুযোগ দেওয়ার জন্যই স্পেশাল ম্যাচ। এ টুর্নামেন্ট থেকে বিকল্প ফুটবলার খুঁজে নেওয়াটা আমাদের লক্ষ্য।’
একনজরে ফল
আল নাসর ৫-০ ইস্তিকলল
মাঠে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ জর্জ জেসুস দলের প্রাণভোমরাকে রেখেছিলেন বিশ্রামে। তবুও পর্তুগিজের সুপারস্টারের অভাবটা বুঝতে দেয়নি আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে গোল উৎসব করেছে সৌদি আরবের জায়ান্ট ক্লাবটি। বুধবার রাতে তাজিকিস্তানের এফসি ইস্তিকললকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। নিজেদের মাঠ আল আউয়াল পার্কে সৌদি ক্লাবটির হয়ে গোল করেন ভিন্ন পাঁচ ফুটবলার।
ম্যাচে গোলবন্যা শুরু করতে খুব বেশি সময় নেয়নি আল নাসর। ১৪ মিনিটের মাথায় আব্দুল রেহমান গারিবের গোলে ম্যাচের ডেডলক ভাঙে স্বাগতিকরা। মিনিট তিনেক পর চোখ ধাঁধানো ফিনিশিংয়ে গোল ব্যবধান ২-০তে নিয়ে যান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। সে সুবাদে দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল নাসর।
ম্যাচের ৫৯ মিনিটে আল নাসরকে তৃতীয় গোল উপহার দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়েসলি রিবেইরো। ৩-০ গোলে পিছিয়ে পড়ে সফরকারী ইস্তিকলল মূলত ম্যাচ থেকেই ছিটকে যায়। ম্যাচ শেষের বাঁশি বাজার এক মিনিট আগে কিংসলে কোম্যান ক্ষিপ্রগতির শটে ব্যবধান বাড়িয়ে দেন আরো এক ধাপ। ইনজুরি টাইমে (৯০+৩ মিনিটে) ইস্তিকললের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাদিও মানে। সে সুবাদে ৫-০ গোলের দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
সৌদি সংবাদমাধ্যম বলছে, সিআর সেভেন স্টেডিয়ামেই ছিলেন। মাঠে না খেলে জিমে ব্যস্ত সময় কাটান। রোনালদো মাঠে না থাকায় অন্য সতীর্থরা নিজেদের মেলে ধরেছেন ঠিকঠাকই। সুযোগ কাজে লাগিয়েছেন তারা। তবে আগামীকাল শনিবার রাতে সৌদি প্রো লিগে আল রিয়াদের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন রোনালদো।
ম্যাচ শেষে কোচ জর্জ জেসুস বলেন, ‘এটা শুধু ৫-০ জয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়। বরং ছয়জনের বেশি খেলোয়াড়কে সুযোগ দেওয়ার জন্যই স্পেশাল ম্যাচ। এ টুর্নামেন্ট থেকে বিকল্প ফুটবলার খুঁজে নেওয়াটা আমাদের লক্ষ্য।’
একনজরে ফল
আল নাসর ৫-০ ইস্তিকলল
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে