আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আর্সেনাল-সিটির জয়ের রাতে রোনালদোর ম্যাজিক

স্পোর্টস ডেস্ক

আর্সেনাল-সিটির জয়ের রাতে রোনালদোর ম্যাজিক

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি ২-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। আর্সেনাল ২-১ গোলে ধরাশায়ী করেছে ব্রাইটনকে। আর লিভারপুল সমান ব্যবধানে জিতেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। অন্যদিকে সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসর ৩-০ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে আল আখদুদের বিপক্ষে।


লড়াইয়ে এগিয়ে ছিল নিউক্যাসল ইউনাইটেড। তবে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড- বল দখল, আক্রমণ রচনা থেকে গোলমুখে শট নেওয়া সব জায়গাতেই। তুলনামূলক খারাপ খেলেও জয় ছিনিয়ে নিয়েছে রেড ডেভিলরা। শুক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অতিথি নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ।


শুক্রবার রাতের ম্যাচ দিয়ে জয়ে ফিরল কোচ রুবেন আমোরিম। সবশেষ তিন ম্যাচে এটি তাদের প্রথম জয়। স্বাগতিকদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন প্যাট্রিক ডোরগু।


Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন