মেসি গোল পেলেও হারল মিয়ামি

স্পোর্টস ডেস্ক

বাবা-ছেলে একসঙ্গে পর্তুগালের হয়ে খেলবেন- স্বপ্নটা অনেক দিন ধরেই লালন করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবার স্বপ্ন সত্যি করার পথে অনেক দূর এগিয়েছেন রোনালদো তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। খেলছেন পর্তুগালের বয়সভিত্তিক দলে। বাবা-ছেলের চাওয়া পূরণ হতে এখনো অনেক পথ হাঁটা প্রয়োজন দুজনের। তার আগে দারুণ এক কীর্তি ছুঁয়েছেন সিআর সেভেন ও তার ছেলে। বাবা-ছেলে একই দিনে করেছেন গোল। শনিবার দুজনই নিজ নিজ দলের হয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন।
অসাধারণ এক মাইলফলকে পৌঁছে ২২ বছর আগের পুরোনো স্মৃতি রোমন্থন করেছেন রোনালদো। কেননা, দিনটি পর্তুগিজ সুপারস্টারের কাছে বিশেষ একটি দিন। তার বর্ণিল ফুটবল ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে। রেড ডেভিলদের হয়ে রোনালদো প্রথম গোলের দেখাও পেয়েছিলেন ২০০৩ সালের ১ নভেম্বর। নিজের ক্যারিয়ারের বিশেষ সেই দিনে রোনালদো গোল করলেন নিজে সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরের হয়ে আল ফেইহার বিপক্ষে। আর একই দিন তার ছেলে প্রথম গোল করেন পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে।
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের অভিষেক হয় অবশ্য তিনদিন আগেই। তবে তুরস্কের বিপক্ষে ফেডারেশন কাপের মাঠে নেমেছিলেন ম্যাচের শেষ দিকে। তবে খেলেছেন বদলি হিসেবে। একই টুর্নামেন্টে ওয়েলসের বিপক্ষে প্রথমার্ধেই খেলার সুযোগ পান রোনালদোর ছেলে। লড়াইয়ের ৪২ মিনিটেই পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলকে এগিয়ে দেন তিনি। কার্লোস মইতার অ্যাসিস্টে নিচু শটে গোল করেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। তাতে পর্তুগাল জেতে ৩-০ গোলে।
সৌদি প্রো লিগে আল ফেইহার জালে রোনালদো বল জড়ান ৩৭ মিনিটে। তবে নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১ সমতায়। তবে ইনজুরি টাইমের ১৫ মিনিটে রোনালদোর পেনাল্টি গোলে জয় ছিনিয়ে নেয় আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগে ৭ ম্যাচে ২১ পয়েন্টের পুঁজি নিয়ে এখন সবার উপরে রয়েছে রোনালদোর ক্লাব। হাজার গোলের স্বপ্ন নিয়ে খেলে যাওয়া পর্তুগিজ এই মেগাস্টারের ক্যারিয়ার গোল হলো সব মিলিয়ে ৯৫২টি।
অন্যদিকে এমএলএসে গোল পেয়েছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও। তবে ন্যাশভিলের কাছে ২-১ গোলে হার মেনেছে আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের ক্লাব ইন্টার মিয়ামি।

বাবা-ছেলে একসঙ্গে পর্তুগালের হয়ে খেলবেন- স্বপ্নটা অনেক দিন ধরেই লালন করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবার স্বপ্ন সত্যি করার পথে অনেক দূর এগিয়েছেন রোনালদো তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। খেলছেন পর্তুগালের বয়সভিত্তিক দলে। বাবা-ছেলের চাওয়া পূরণ হতে এখনো অনেক পথ হাঁটা প্রয়োজন দুজনের। তার আগে দারুণ এক কীর্তি ছুঁয়েছেন সিআর সেভেন ও তার ছেলে। বাবা-ছেলে একই দিনে করেছেন গোল। শনিবার দুজনই নিজ নিজ দলের হয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন।
অসাধারণ এক মাইলফলকে পৌঁছে ২২ বছর আগের পুরোনো স্মৃতি রোমন্থন করেছেন রোনালদো। কেননা, দিনটি পর্তুগিজ সুপারস্টারের কাছে বিশেষ একটি দিন। তার বর্ণিল ফুটবল ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে। রেড ডেভিলদের হয়ে রোনালদো প্রথম গোলের দেখাও পেয়েছিলেন ২০০৩ সালের ১ নভেম্বর। নিজের ক্যারিয়ারের বিশেষ সেই দিনে রোনালদো গোল করলেন নিজে সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরের হয়ে আল ফেইহার বিপক্ষে। আর একই দিন তার ছেলে প্রথম গোল করেন পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে।
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের অভিষেক হয় অবশ্য তিনদিন আগেই। তবে তুরস্কের বিপক্ষে ফেডারেশন কাপের মাঠে নেমেছিলেন ম্যাচের শেষ দিকে। তবে খেলেছেন বদলি হিসেবে। একই টুর্নামেন্টে ওয়েলসের বিপক্ষে প্রথমার্ধেই খেলার সুযোগ পান রোনালদোর ছেলে। লড়াইয়ের ৪২ মিনিটেই পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলকে এগিয়ে দেন তিনি। কার্লোস মইতার অ্যাসিস্টে নিচু শটে গোল করেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। তাতে পর্তুগাল জেতে ৩-০ গোলে।
সৌদি প্রো লিগে আল ফেইহার জালে রোনালদো বল জড়ান ৩৭ মিনিটে। তবে নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১ সমতায়। তবে ইনজুরি টাইমের ১৫ মিনিটে রোনালদোর পেনাল্টি গোলে জয় ছিনিয়ে নেয় আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগে ৭ ম্যাচে ২১ পয়েন্টের পুঁজি নিয়ে এখন সবার উপরে রয়েছে রোনালদোর ক্লাব। হাজার গোলের স্বপ্ন নিয়ে খেলে যাওয়া পর্তুগিজ এই মেগাস্টারের ক্যারিয়ার গোল হলো সব মিলিয়ে ৯৫২টি।
অন্যদিকে এমএলএসে গোল পেয়েছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও। তবে ন্যাশভিলের কাছে ২-১ গোলে হার মেনেছে আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের ক্লাব ইন্টার মিয়ামি।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের আগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হার মেনেছিল ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বিরতি দিয়ে লিগে আবার জয়ের ধারায় ফিরল জায়ান্ট ক্লাবটি। নিজেদের মাঠ ইত্তিহাদে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।
৫ ঘণ্টা আগে
সাত দিনের দুর্দান্ত লড়াই শেষে রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে পর্দা নামলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতার। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শেষে বালক এককে থাইল্যান্ডের আরিয়াফল লিকুল এবং বালিকা এককে ভারতের সানমিথা হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
৫ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে রেখেছিল আফগানিস্তান। এবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে ইব্রাহিম জাদরানরা। দাপুটে এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল আফগানরা।
৫ ঘণ্টা আগে
ফাইনাল শেষে দুদলই কাঁদছে! একদল কাঁদছে আনন্দে। দলটা ভারত। এইমাত্র বিশ্বকাপ জিতেছে তারা। আরেক দলের কান্না কষ্টের। কিছু ব্যর্থতার জন্য বিশ্বকাপ হাতছাড়া হলো তাদের। দলটা দক্ষিণ আফ্রিকা। নাভি মুম্বাইয়ে এই হাসি- কান্নার রাতে বিশ্বকাপের ফাইনালে সব আলোর ঝলকানি শুধু ভারতকে জুড়ে।
৬ ঘণ্টা আগে