স্পোর্টস ডেস্ক
মাঠে ম্যাজিক দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক ম্যাচ বিরতি দিয়ে ফিরেই দেখালেন ছন্দময় ফুটবলের ঝলক। উপহার দিলেন জোড়া গোল। পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে ডাবল গোল এনে দেন তার সতীর্থ জোয়াও ফেলিক্সও। দুজনের অসাধারণ নৈপুণ্যে গোল উৎসব করল আল নাসর। সৌদি আরবের জায়ান্ট ক্লাবটি পেল বড় জয়। সৌদি প্রো লিগের ম্যাচে প্রতিপক্ষ আল রিয়াদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। এ নিয়ে এবারের লিগ মৌসুমে হ্যাটট্রিক জয়ের দেখা পেল স্বাগতিকরা। ঘরের মাঠ আল-আউয়াল পার্কে জোড়া গোলের জয়ের ম্যাচে হাজার গোলের স্বপ্ন পূরণের পথে আরো দুই ধাপ এগিয়ে গেলেন সিআর সেভেন।
ম্যাচের দুই অর্ধে প্রতিপক্ষের জাল দুবার করে কাঁপান রোনালদো ও ফেলিক্স। এই দুই গোলে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪৫ তে। আর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো এ বছর গোল পেলেন ২৯টি। প্রথমার্ধে ম্যাচের বাকি গোলটি আসে কিংসলে কোমানের কল্যাণে। নিজেদের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই কোমানের পাস থেকে দলকে লিড এনে দেন ফেলিক্স। ১৬ মিনিটে গোলের দারুণ এক সুযোগ হাতছাড়া করেন সাদিও মানে। তবে ৩০ মিনিটে বুলেট গতিতে বক্সে ভেতর ঢুকে আক্রমণ শাণিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করে গোল ব্যবধান বাড়িয়ে দেন কোমান।
সুপারস্টার রোনালদো ম্যাচে প্রথম গোলের দেখা পান ৩৩ মিনিটে। চোখধাঁধানো শটে রক্ষণভাগ চিরে পাস দেন ফেলিক্স। পাশে থাকা প্রতিপক্ষের এক ফুটবলারকে বোকা বানিয়ে গোলরক্ষকের চোখ ফাঁকি দেন আল নাসর অধিনায়ক। লড়াইয়ের ৪৪ মিনিটে ফের জালে বল পাঠিয়েছিলেন ফেলিক্স। তবে সাদিও মানে ফাউল করায় গোল থেকে বঞ্চিত হয় আল নাসর। বিরতির পর খেলা শুরু হতেই দলের ক্ষতিটা পুষিয়ে দিয়ে ব্যবধান আরো বাড়ান ফেলিক্স। পাস দিয়েছিলেন রোনালদো। কিন্তু বল আঘাত করে প্রতিপক্ষের এক ফুটবলারের পায়ে। তাতে বল হাওয়ায় ভেসে উঠে। সুযোগটা কাজে লাগাতে দেরি করেননি। দ্রুতগতির ভলিতে বল জালে পাঠান ফেলিক্স।
রোনালদো দ্বিতীয়বার জালের সন্ধান পান ৭৬ মিনিটে। তার এ গোলেও অবদান আছে ফেলিক্স ও কোমানের। খেলোয়াড়দের জটলা ভেদ করে বক্সের ভেতর দুর্দান্ত এক আড়াআড়ি শট মারেন ফেলিক্স। মাঠে পড়ে গিয়েও থামেননি কোমান। শুয়ে থাকা অবস্থায় পা দিয়ে বল ঠেলে দেন রোনালদোর কাছে। অরক্ষিত রোনালদো জালে জড়িয়েছেন আলতো এক টোকায়। আর ম্যাচের ৫১ মিনিটে সান্ত্বনার একটি গোল পায় আল রিয়াদ।
একনজরে ফল
আল নাসর ৫-১ আল রিয়াদ
মাঠে ম্যাজিক দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক ম্যাচ বিরতি দিয়ে ফিরেই দেখালেন ছন্দময় ফুটবলের ঝলক। উপহার দিলেন জোড়া গোল। পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে ডাবল গোল এনে দেন তার সতীর্থ জোয়াও ফেলিক্সও। দুজনের অসাধারণ নৈপুণ্যে গোল উৎসব করল আল নাসর। সৌদি আরবের জায়ান্ট ক্লাবটি পেল বড় জয়। সৌদি প্রো লিগের ম্যাচে প্রতিপক্ষ আল রিয়াদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। এ নিয়ে এবারের লিগ মৌসুমে হ্যাটট্রিক জয়ের দেখা পেল স্বাগতিকরা। ঘরের মাঠ আল-আউয়াল পার্কে জোড়া গোলের জয়ের ম্যাচে হাজার গোলের স্বপ্ন পূরণের পথে আরো দুই ধাপ এগিয়ে গেলেন সিআর সেভেন।
ম্যাচের দুই অর্ধে প্রতিপক্ষের জাল দুবার করে কাঁপান রোনালদো ও ফেলিক্স। এই দুই গোলে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪৫ তে। আর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো এ বছর গোল পেলেন ২৯টি। প্রথমার্ধে ম্যাচের বাকি গোলটি আসে কিংসলে কোমানের কল্যাণে। নিজেদের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই কোমানের পাস থেকে দলকে লিড এনে দেন ফেলিক্স। ১৬ মিনিটে গোলের দারুণ এক সুযোগ হাতছাড়া করেন সাদিও মানে। তবে ৩০ মিনিটে বুলেট গতিতে বক্সে ভেতর ঢুকে আক্রমণ শাণিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করে গোল ব্যবধান বাড়িয়ে দেন কোমান।
সুপারস্টার রোনালদো ম্যাচে প্রথম গোলের দেখা পান ৩৩ মিনিটে। চোখধাঁধানো শটে রক্ষণভাগ চিরে পাস দেন ফেলিক্স। পাশে থাকা প্রতিপক্ষের এক ফুটবলারকে বোকা বানিয়ে গোলরক্ষকের চোখ ফাঁকি দেন আল নাসর অধিনায়ক। লড়াইয়ের ৪৪ মিনিটে ফের জালে বল পাঠিয়েছিলেন ফেলিক্স। তবে সাদিও মানে ফাউল করায় গোল থেকে বঞ্চিত হয় আল নাসর। বিরতির পর খেলা শুরু হতেই দলের ক্ষতিটা পুষিয়ে দিয়ে ব্যবধান আরো বাড়ান ফেলিক্স। পাস দিয়েছিলেন রোনালদো। কিন্তু বল আঘাত করে প্রতিপক্ষের এক ফুটবলারের পায়ে। তাতে বল হাওয়ায় ভেসে উঠে। সুযোগটা কাজে লাগাতে দেরি করেননি। দ্রুতগতির ভলিতে বল জালে পাঠান ফেলিক্স।
রোনালদো দ্বিতীয়বার জালের সন্ধান পান ৭৬ মিনিটে। তার এ গোলেও অবদান আছে ফেলিক্স ও কোমানের। খেলোয়াড়দের জটলা ভেদ করে বক্সের ভেতর দুর্দান্ত এক আড়াআড়ি শট মারেন ফেলিক্স। মাঠে পড়ে গিয়েও থামেননি কোমান। শুয়ে থাকা অবস্থায় পা দিয়ে বল ঠেলে দেন রোনালদোর কাছে। অরক্ষিত রোনালদো জালে জড়িয়েছেন আলতো এক টোকায়। আর ম্যাচের ৫১ মিনিটে সান্ত্বনার একটি গোল পায় আল রিয়াদ।
একনজরে ফল
আল নাসর ৫-১ আল রিয়াদ
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে