আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোস্তাফিজ ও হাসিনার বিষয়ে ভারতের ‘দ্বিচারিতায়’ অবাক লতিফ

স্পোর্টস ডেস্ক

মোস্তাফিজ ও হাসিনার বিষয়ে ভারতের ‘দ্বিচারিতায়’ অবাক লতিফ

বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েও বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। মূলত দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নিরাপত্তা ইস্যু দেখিয়ে মোস্তাফিজকে রাখেনি কলকাতা। এই ঘটনায় সীমান্তের দুই পাশেই আলোচনা-সমালোচনা চলছে। তাতে উঠে আসছে গত বছরের সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুও। নিরাপত্তার কারণে মোস্তাফিজ আইপিএল খেলতে না পারলেও ভারতে ঠিকই দিব্যি আছেন শেখ হাসিনা। একই দেশের দুই নাগরিকের ক্ষেত্রে ভারতের এই দ্বিচারিতায় অবাক পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

গত বছরের আগস্টে সরকারবিরোধী বিক্ষোভে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের চরম অবনতি ঘটে। আন্দোলনে শিক্ষার্থীদের নিহতের ঘটনায় একটি ট্রাইব্যুনাল তার তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এদিকে সম্প্রতি বাংলাদেশে দুটি ভিন্ন ঘটনায় সংখ্যালঘু হিন্দু নির্যাতনের শিকার হলে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায়। তারই জেরে আগামী মার্চে অনুষ্ঠিত আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দেওয়ার দাবি তোলে। তাতেই বাদ পড়তে হয় নিলামে ৯ কোটি ২০ লাখ রূপিতে বিক্রি হওয়া মোস্তাফিজকে। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে দেওয়া হয় ‘দেশদ্রোহী’ আখ্যা।

বিজ্ঞাপন

এ বিষয়ে লতিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘বিসিসিআইর নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অবাক করা ব্যাপার হলো যে ভারত হাসিনা ওয়াজিদকে (শেখ হাসিনা) আশ্রয় দিতে পারে, কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দিতে পারে না। বাংলাদেশ হয়তো ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চাইবে না কারণ খেলোয়াড়রা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজিদ এখনো ভারতে নির্বাসিত আছেন।’

এদিকে, মোস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারার কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তারা। আগামী ২৫ জানুয়ারি বিশ্বকাপ খেলতে দেশটিতে যাওয়ার কথা ছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। তাতে ভেন্যু বদলের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন