আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে লাওসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মোছাম্মৎ সাগরিকার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে পিটার বাটলারের শিষ্যরা।

লাও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লাওসকে চেপে ধরে বাংলাদেশ। বল দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে স্বাগতিকদের কোণঠাসা করে তোলে আফঈদা খন্দকারের দল। তবে গোলমুখে ফরোয়ার্ডরা সুযোগ হাতছাড়া করায় বেশ কয়েকবার হতাশ হতে হয় বাংলাদেশকে।

বিজ্ঞাপন

বেশকিছু সুযোগ নষ্টের পর অবশেষে ৩৬ মিনিটে ডেডলক ভাঙে বাংলাদেশ। কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন সাগরিকা। প্রথমার্ধে আরো একবার গোল উৎসব করতে পারতো বাংলাদেশ। ৪১ মিনিটে সিনহা শিখার দুরপাল্লার শট গোলপোস্টে লেগে ফিরে আসে। বাকি সময়ে আক্রমণের ধারা অব্যাহত রাখলেও আর ব্যবধান বাড়াতে পারেনি সফরকারী দল।

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের চ্যালেঞ্জটা বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য। বাছাইপর্বে খুবই শক্ত গ্রুপে পড়েছে দলটি। ‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও তিমুরলেস্তে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন