রাকিবের হ্যাটট্রিক

ফকিরেরপুলকে বিধ্বস্ত করল কিংস

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ মে ২০২৫, ২১: ০০

প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। তারা ৭-২ গোলে হারায় ফকিরেরপুল ইয়াংমেন্সকে। এ ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেন মো. রাকিব হোসেন। একই দিন অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৫-০ গোলে বিধ্বস্ত করে ঢাকা ওয়ান্ডারার্সকে। তবে মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচ স্থগিত করা হয়।

লিগে শিরোপা জয় নিশ্চিত করেছে মোহামেডান। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচে জয় দিয়ে উচ্ছ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু বৃষ্টির বাধায় ১৮ মিনিট খেলা হওয়ার পর ম্যাচটি স্থগিত করা হয়। আজ বেলা ১টায় একই ভেন্যুতে ম্যাচের বাকি অংশের খেলা শুরু হবে। ম্যাচে মোহামেডান ২-১ গোলে এগিয়ে ছিল। দিয়াবাতে ও সানডে গোল পান। রহমতগঞ্জের হয়ে বোয়াটাং গোল করেন।

বিজ্ঞাপন

এদিকে আগেই শিরোপার রেস থেকে ছিটকে যাওয়া টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন গোল উৎসব করেছে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রাকিবের চার গোলের পাশাপাশি গফুরভ, ফাহিম ও রফিকুল গোল পান। সব মিলিয়ে লিগে ১০ গোল করলেন ফরোয়ার্ড রাকিব। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাতীয় দলের এই তারকা খেলোয়াড়। অন্যদিকে, মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে অবনমন ঝুঁকিতে রয়েছে ঢাকা ওয়ান্ডারার্স।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত