১০ হাজারি ক্লাবে স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১৩: ৪৫
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৩: ৫১

ভারতের বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার সময় এই সংস্করণে স্টিভ স্মিথের নামের পাশে শোভা পাচ্ছি ৯ হাজার ৯৯৯ রান। সেদিন মাত্র এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। যদিও ১০ হাজারি রানের ক্লাবে পা রাখতে খুব বেশিদিন অপেক্ষা করতে হলো না এই ডানহাতি তারকা ব্যাটারকে।

বিজ্ঞাপন

২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে সফরকারী দল। দলীয় ১৩৫ রানে মার্নাশ লাবুশান ফিরে গেলে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ক্রিজে এসে নিজের মোকাবেলা করা প্রথম বলটাকে মিড অনে পাঠিয়ে দৌঁড়ে এক রান নেন স্মিথ। সেই সঙ্গে বনেদি ফরম্যাটের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ হয় সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের। অস্ট্রেলিয়ার চতুর্থ এবং সব মিলিয়ে ১৫তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন স্মিথ। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে এর আগে অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং ১০ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত