সেঞ্চুরির অপেক্ষা নিয়ে চা বিরতিতে জয়, বাংলাদেশ ১৯৮

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৪: ২৯

প্রথম সেশন থেকেই দারুণ ছন্দে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। পেয়েছেন ক্যারিয়ারের ৫ম ফিফটির দেখা। শুধু ফিফটি করেই থেমে নেই তিনি। আছেন সেঞ্চুরির অপেক্ষায়। ৯৪ রানে অপরাজিত থেকে চা বিরতিতে গেছেন। তার দারুণ ওই ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৯৮ রান।

প্রথম সেশনে কোন উইকেট না হারানো বাংলাদেশ প্রথম উইকেট জুটিতে যোগ করে ১৬৮ রান। সেঞ্চুরির আশা জাগানো আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হন ৮০ রানে। তাকে ফেরান স্পিনার ম্যাথু হ্যামফ্রিজ। দ্বিতীয় ইনিংসে এটাই আয়ারল্যান্ডের একমাত্র সাফল্য।

বিজ্ঞাপন

সেঞ্চুরির অপেক্ষায় থাকা মাহমুদুল হাসান জয়ে দারুণ সঙ্গ দিচ্ছেন মমিনুল হক। ৪৩ বলে ২১ রান করে অপরাজিত আছেন তিনি। প্রথম দুই সেশনে দারুণ খেলা বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ৮৮ রানে। তৃতীয় সেশনে লিড নেওয়ার আশায় মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত