ডেম্বেলের কাছে চ্যাম্পিয়নস লিগ ট্রফি ‘ফার্স্ট প্রায়োরিটি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১৪: ৫৮

দুর্দান্ত একটি মৌসুম শেষে ব্যালন ডি’অর জয়ের দৌঁড়ে এগিয়ে আছেন উসমান ডেম্বেলে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্মানজনক পুরস্কারটি জিততে পারলে এই ফরওয়ার্ড নিজেও অনেক খুশি হবেন। তবে ব্যক্তিগত অর্জনের ভাবনা একপাশে রেখে আপাতত পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার দিকে পূর্ণ মনোযোগী ডেম্বেলে।

এবারের মৌসুমে এখন পর্যন্ত ৩০ গোল করেছেন ডেম্বেলে। পিএসজিকে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন সামনে থেকে। প্যারিসের ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুললেও অগ্র নায়কের ভূমিকায় ছিলেন। এবার তার হাত ধরে নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের হাতছানি পিএসজির সামনে। ইউরোপ সেরার মঞ্চের ফাইনালে শনিবার (৩১ মে) রাতে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে তারা। আসন্ন ম্যাচ জিতলে ব্যালন ডি’অর জয়ের পথে আরও এগিয়ে যাবেন ডেম্বেলে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে ডেম্বেলে বলেন, ‘পিএসজির ফুটবলার হিসেবে গুরুত্বপূর্ণ হলো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। তাই আপাতত আমার মনোযোগ দলের প্রাপ্তির দিকে। ব্যক্তিগত প্রাপ্কি নিয়ে এখন ভাবছি না। ব্যালন ডি’অরের বিষয়টি আমার মনে আছে। তবে আপাতত দলকে নিয়ে ভাবছি।’

ফরাসি তারকা ফুটবলার আরও বলেন, ‘গত জানুয়ারি থেকে আমি দারুণ ফর্মে আছি। আমার মানসিকতা বদলে গেছে। এটা দরে রাখতে চাই। চ্যাম্পিয়নস লিগের মতো আসরের ফাইনালে সামনে। এটা নিয়ে সতীর্থরা খুবই রোমাঞ্চিত। আমি ফাইনালের জন্য প্রস্তুত। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত