আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

বাংলাদেশের ভেন্যু বদলের দাবি শেষ পর্যন্ত মেনে নেয়নি আইসিসি। ফলে বিশ্বকাপে খেলতে যাওয়া হচ্ছে না বাংলাদেশ দলের। লাল-সবুজের প্রতিনিধিরা না থাকলেও ম্যাচ অফিশিয়ালস হিসেবে দায়িত্ব পালন করবেন দুই বাংলাদেশি আম্পায়ার। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

এলিট প্যানেল আম্পায়ার হিসেবে বিশ্বকাপে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত দায়িত্ব পালন করবেন সেটা আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। বিসিবি ছাড়পত্র দেওয়ায় আইসিসির আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার গাজী সোহেলও পালন করবেন বিশ্বকাপের দায়িত্ব।

বিজ্ঞাপন

বিশ্বকাপে দায়িত্ব পালন করতে কবে নাগাদ দেশ ছাড়বেন—সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্রুতই বিশ্বকাপের দায়িত্ব পালন করতে দেশ ছাড়বেন তারা দুজনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...