কিংস ও আবাহনীর জয়ে শুরু

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৪৬
মিগুয়েলের গোলে জয়ের ব্যবধান লিড দ্বিগুণ করে বসুন্ধরা কিংস

প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে আবাহনী। আজ তারা ৬-১ গোলে বিধ্বস্ত করে ফকিরেরপুল ইয়াংমেন্সকে। তাদের পক্ষে জোড়া গোল করেন এনামুল ইসলাম। বাকি গোলগুলো করেন মোহাম্মদ ইব্রাহিম, জাফর ইকবাল, মো. হৃদয় ও মিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

অথচ ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে বসেছিল আবাহনী। সায়েম হোসেন গোল করেন। তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে স্বরূপে ফেরে ধানমন্ডিপাড়ার দলটি। কুমিল্লার মাঠে পাওয়া এই জয়ে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে উঠে এসেছে কোচ মারুফুল হকের দলটি। সর্বোচ্চ ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান।


অপরদিকে, ময়মনসিংহের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে দ্বিতীয় পর্বে দারুণ সূচনা করে। খেলার প্রথম আধঘণ্টার মধ্যেই দুটি গোল পায় দলটি। ফাহিম ও মিগুয়েল গোল করেন। এ জয়ে টেবিলের তিন নম্বরে থাকা কিংসের পয়েন্ট এখন ২০। এ রাউন্ডের পর আবার লম্বা বিরতিতে যাচ্ছে লিগ।

কেননা, আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই খেলবে বাংলাদেশ জাতীয় দল। এজন্য প্রস্তুতিরও ব্যাপার আছে। তাই আগামী এপ্রিলে লিগের ১১তম রাউন্ড দিয়ে আবার লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত