আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাবাডির পদকজয়ীদের ১০ লাখ টাকা অর্থ পুরস্কার

স্পোর্টস রিপোর্টার

কাবাডির পদকজয়ীদের ১০ লাখ টাকা অর্থ পুরস্কার

এশিয়ান যুব গেমসে প্রথমবারের মতো পদক জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ও পুরুষ কাবাডি দল। ইতিহাস গড়ে দেশে ফেরার পর সংবর্ধিত ও পুরস্কৃত হচ্ছেন তারা।

ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ পুরুষ ও নারী দলকে ১০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছেন কাবাডি ফেডারেশনের সভাপতি এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই তরুণ খেলোয়াড়রা দেশের জন্য যে গৌরব এনেছে, তা অনুপ্রেরণাদায়ক। তাদের এই ঐতিহাসিক অর্জনে আমরা গর্বিত। ভবিষ্যতে তাদের আরও ভালো খেলার জন্য আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন