জাতীয় দলে ছিলেন না বলেই জিএসএলে খেলেছেন সোহান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৪: ২৭

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও গ্লোবাল সুপার লিগ (জিএসএল) হয়েছে প্রায় একই সময়ে। রংপুর রাইডার্সের হয়ে জিএসএল খেলতে গিয়েছেন বলেই জাতীয় দলের হয়ে খেলেননি নুরুল হাসান সোহান। এমন কথা শোনা গেছে বেশ কয়েকবারই। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে জানান, জাতীয় দলে সু্যোগ পাননি বলেই জিএসএল খেলতে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সফরের আগে লম্বা ক্যাম্প করেছে ‘এ’ দল। চট্টগ্রামে খেলেছে তিনটি প্রস্তুতি ম্যাচ। ওই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সোহান জানান ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে যাচ্ছেন। এই নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় শেখার প্রসেস এটা আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখতেই আছি। শিখবো, এটা পার্ট অব লাইফ। আমার কাছে মনে হয় মেইন লক্ষ্য হওয়া উচিত যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো। এবং প্রতিটা খেলোয়াড়, যারা আমাদের সঙ্গে টিম ম্যানেজম্যান্ট আছে— তাদের লক্ষ্য ট্রফি জেতার।’’

টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বিশ্বাস রেখে বলেন, ‘অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তান এ দল আছে, নেপাল জাতীয় দল আছে। ওখানে যে দলগুলো আছে, যাওয়ার পর স্টাডি করার সুযোগ পাবো। আমার কাছে মনে হয় সব দলগুলোই ভালো, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ টুর্নামেন্ট হবে। ওই কন্ডিশনে ভালো করার এটা একটা সুযোগ।’

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত