নিউইয়র্কের টানা দুই, জয়ে ফিরল টেক্সাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৪: ২৭
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৪: ৩৪

মেজর লিগ ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল এমআই নিউইয়র্ক। নিজেদের সবশেষ ম্যাচে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে ৬ রানে হারিয়েছে ফ্রাঞ্চাইজিটি। অপর ম্যাচে সিয়াটল অর্কাসকে ৫১ রানে হারিয়েছে টেক্সাস সুপার কিংস। এর মাধ্যমে এক ম্যাচ পরই জয়ে ফিরল তারা।

পোলার্ডের ফিফটিতে আগে ব্যাট করে ১৪২ রানের বেশি তুলতে পারেনি নিউইয়র্ক। ৩৬ বলে ৫০ রান করেন পোলার্ড। নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ৩০ রান। জবাবে ১৩৬ রানে শেষ হয় নাইট রাইডার্সের ইনিংস। তাদের হয়ে ৫৯ রানের ইনিংস খেলেন উন্মুক্ত চাঁদ। শেরফানে রাদারফোর্ড করেন ২৯ রান।

বিজ্ঞাপন

সিয়াটলের বিপক্ষে টেক্সাসের জয়ের নায়ক অ্যাডাম মিলন। এই কিউই পেসারের দুর্দান্ত বোলিংয়ে টেক্সাসের করা ১৮৮ রানের জবাব দিতে নেমে ১৩৭ রানে অলআউট হয় সিয়াটল। দলটির হয়ে ৩৫ রান করেন কাইল মায়ার্স। ২৬ রান এনে দেন শিমরন হেটমায়ার। ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন মিলনে। এর আগে ফাফ ডু প্লেসি ও শুভম রানজানের ব্যাটে ভর করে এই পুঁজি পায় টেক্সাস। রিটায়ার্ড আউট হওয়ার আগে ৯১ রানের ইনিংস খেলেন ডু প্লেসি। রানজানের অবদান ৬৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

নিউইয়র্ক: ১৪২/৯ (২০ ওভার); পোলার্ড ৫০, পুরান ৩০; শ্যাডলি ৩/২৪

নাইট রাইডার্স: ১৩৬/৪ (২০ ওভার); চাঁদ ৫৯, রাদারফোর্ড ২৯; পোলার্ড ১/১২

ফল: নিউইয়র্ক ৬ রানে জয়ী

টেক্সাস: ১৮৮/৪ (২০ ওভার); ডু প্লেসি ৯১, রানজানে ৬৫; গ্যানন ১/৩৫

সিয়াটল: ১৩৭/১০ (১৮.৪ ওভার); মায়ার্স ৩৫, হেটমায়ার ২৬; মিলনে ৫/২৩

ফল: টেক্সাস ৫১ রানে জয়ী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত