আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিলামে সর্বোচ্চ দামে বিক্রি গিলের জার্সি

স্পোর্টস ডেস্ক
নিলামে সর্বোচ্চ দামে বিক্রি গিলের জার্সি

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষে দুই দলের ক্রিকেটারদের ব্যবহৃত জার্সি, ব্যাট, ক্যাপসহ স্মারক নিলামে তুলেছে সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রাউসের দাতব্য সংস্থা রুথ স্ট্রস ফাউন্ডেশন। সংস্থাটির ‘রেড ফর রুথ’ উদ্যোগে অনুষ্ঠিত হওয়া নিলামে সর্বোচ্চ ৪৬০০ পাউন্ডে (প্রায় সাড়ে ৭ লাখ টাকা) বিক্রি হয়েছে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের জার্সি।

নিলামে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার জার্সিতে। ৪২০০ পাউন্ড বা ৬ লাখ ৮৫ হাজার টাকা। এরপরই অবস্থান লোকেশ রাহুলের জার্সির, ৪০০০ পাউন্ড। এ ছাড়া ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামী (৩৮০০ পাউন্ড) জার্সি জো রুটের। অধিনায়ক বেন স্টোকসের জার্সির দাম ৩৪০০ পাউন্ড।

এর বাইরে নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে রুটের স্বাক্ষরিত ক্যাপের। ক্যাপটির দাম উঠেছে ৩০০০ পাউন্ড বা প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা। আর ভারতীয়দের মধ্যে সবচেয়ে দামি ক্যাপ ঋষভ পন্থের, হাজার পাউন্ড আয় করেছে। রুথ স্ট্রস ফাউন্ডেশনের নিলামের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় (৫ হাজার পাউন্ড বা ৮ লাখ ১৫ হাজার টাকা) হয়েছে ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের মুহূর্ত সাচা জাফরির ক্যানভাসে ধারণ করা ফ্রেমটি থেকে।

প্রতি বছরই সাবেক ইংলিশ অধিনায়কের অ্যান্ড্রু স্ট্রস ফাউন্ডেশন ‘রেড ফর রুথ’–এর অংশ হিসেবে ম্যাচ উৎসর্গ করে থাকে। তার স্ত্রী রুথ স্ট্রস ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর এই দাতব্য সংস্থার উৎপত্তি। গত ছয় বছর ধরে কাজ করছে এই ফাউন্ডেশন। যা এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার পরিবারকে সহায়তা করেছে। এ ছাড়া এক হাজারের বেশি ক্যানসার নিয়ে কাজ করা ব্যক্তি ও শোকার্তদের প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন