ফিফা ক্লাব বিশ্বকাপ

ইন্টারের সামনে ব্রাজিলিয়ান চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৪: ০০

কোয়ার্টার ফাইনালে নাম লিখেছে ইংলিশ জায়ান্ট চেলসি। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটে তাদের সঙ্গী হয়েছে ব্রাজিলের ক্লাব পালমেইরাসও। এবার রাউন্ড অব সিক্সটিনের বৈতরণী পেরোনোর মিশন নিয়ে মাঠে নামতে যাচ্ছে ইন্টার মিলান। ইতালিয়ান এ জায়ান্ট ক্লাবটি মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিলিয়ান প্রতিপক্ষ ফ্লুমিনেন্সের। দুদলের লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ সোমবার রাত ২টায়। ম্যাচটি হবে শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে।


দুর্দান্ত পারফরম্যান্সে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে পা রেখেছে ইন্টার মিলান। তিন ম্যাচ খেলে দুই জয় আর এক হারে ক্লাবটি সংগ্রহ গড়ে ৭ পয়েন্ট। তবে ক্লাব ফুটবলের বৈশ্বিক টুর্নামেন্টটি শুরু করেছিল তারা হোঁচট দিয়ে। মেক্সিকান ক্লাব মন্টেরি তাদের রুখে দিয়েছিল ১-১ গোলে। পরে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় ইন্টার। জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস ক্লাবকে উড়িয়ে দিয়েছিল ২-১ গোলে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে ২-০ গোলে ধরাশায়ী করে কোচ ক্রিস্টিয়ান চিভুর শিষ্যরা। ছন্দটা তারা এবার নিশ্চিত ধরে রাখতে চাইবে ফ্লুমিনেন্সের বিপক্ষেও।

বিজ্ঞাপন


২০১০ সালে ক্লাব বিশ্বকাপজয়ী ইন্টারের প্রতিপক্ষ ফ্লুমিনেন্স রানার্সআপ হয়েছে ‘এফ’ গ্রুপে। এক জয় আর দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলো পর্বে নিজেদের নাম লিখেছে ক্লাবটি। প্রথম ম্যাচে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করে ফ্লুমিনেন্স। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার উলসান এইচডিকে ৪-২ গোলে ধরাশায়ী করে তারা। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউনসের সঙ্গে গোলশূন্য ড্র করে ফ্লুমিনেন্স।


অন্য ম্যাচে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি খেলবে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে। দুদলের লড়াই হবে অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায়।

মুখোমুখি
ইন্টার মিলান-ফ্লুমিনেন্স
ম্যানসিটি-আল হিলাল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত