দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ফাইনালে আজ সোমবার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ভারত ও চাইনিজ তাইপে। ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৪:৩০ মিনিটে, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সেমিফাইনালে ভারত রোমাঞ্চকর ম্যাচে ইরানকে ৩৩-২১ পয়েন্টে হারায়। অন্যদিকে চাইনিজ তাইপে স্বাগতিক বাংলাদেশকে ২৫-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে।
প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত পাঁচ দল নিয়ে গঠিত এ গ্রুপে পূর্ণ ৮ পয়েন্ট পেয়ে সেরা হয়। আর চাইনিজ তাইপে ছয় দলের বি গ্রুপের সেরা হয় সব ম্যাচ জিতে, পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে। অথচ প্রথম বিশ্বকাপে তারা গ্রুপ থেকেই বাদ পড়েছিল।
ফাইনালের আগে ভারত অধিনায়ক ঋতু নেগি শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন, 'চ্যাম্পিয়ন হতে আর মাত্র একটি ম্যাচ জিততে হবে। যে দলই সামনে আসুক, আমরা জেতার মতো প্রস্তুত। আমরা আগে এশিয়ান গেমসে চাইনিজ তাইপের বিরুদ্ধে খেলেছি।'
ভারত আন্তর্জাতিক আসরে চাইনিজ তাইপেকে তিনবার হারিয়েছে—২০১২ বিশ্বকাপে একবার এবং ২০২২ এশিয়ান গেমসে দু’বার।
ভারত কোচ তেজস্বিনী বাই বলেন, 'এই ট্রফি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কাপ নিয়ে দেশে ফিরতে চাই। আমরা কঠোর পরিশ্রম করছি—এখন তার ফল চাই।'
অন্যদিকে চাইনিজ তাইপে কোচ ডেভিড সাই বলেন, তাদের মূল লক্ষ্য আগামী বছরের এশিয়ান গেমসে সোনা জেতা। তারপরও আজকের ফাইনালে ভালো খেলতে তারা দৃঢ়প্রতিজ্ঞ, 'আমরা ভারতের বিরুদ্ধে এশিয়ান গেমসে খেলেছিলাম। প্রথম ম্যাচটি ড্র হয়েছিল, দ্বিতীয়টি আমরা এক পয়েন্টে হেরেছিলাম। আমরা সোনা জিততে এখানে এসেছি, কিন্তু সেটাই একমাত্র লক্ষ্য নয়—আমাদের বড় লক্ষ্য ২০২৬ সাল।'
নারী কাবাডি বিশ্বকাপ
ফাইনালে মুখোমুখি ভারত ও চাইনিজ তাইপে

স্পোর্টস রিপোর্টার
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ফাইনালে আজ সোমবার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ভারত ও চাইনিজ তাইপে। ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৪:৩০ মিনিটে, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সেমিফাইনালে ভারত রোমাঞ্চকর ম্যাচে ইরানকে ৩৩-২১ পয়েন্টে হারায়। অন্যদিকে চাইনিজ তাইপে স্বাগতিক বাংলাদেশকে ২৫-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে।
প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত পাঁচ দল নিয়ে গঠিত এ গ্রুপে পূর্ণ ৮ পয়েন্ট পেয়ে সেরা হয়। আর চাইনিজ তাইপে ছয় দলের বি গ্রুপের সেরা হয় সব ম্যাচ জিতে, পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে। অথচ প্রথম বিশ্বকাপে তারা গ্রুপ থেকেই বাদ পড়েছিল।
ফাইনালের আগে ভারত অধিনায়ক ঋতু নেগি শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন, 'চ্যাম্পিয়ন হতে আর মাত্র একটি ম্যাচ জিততে হবে। যে দলই সামনে আসুক, আমরা জেতার মতো প্রস্তুত। আমরা আগে এশিয়ান গেমসে চাইনিজ তাইপের বিরুদ্ধে খেলেছি।'
ভারত আন্তর্জাতিক আসরে চাইনিজ তাইপেকে তিনবার হারিয়েছে—২০১২ বিশ্বকাপে একবার এবং ২০২২ এশিয়ান গেমসে দু’বার।
ভারত কোচ তেজস্বিনী বাই বলেন, 'এই ট্রফি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কাপ নিয়ে দেশে ফিরতে চাই। আমরা কঠোর পরিশ্রম করছি—এখন তার ফল চাই।'
অন্যদিকে চাইনিজ তাইপে কোচ ডেভিড সাই বলেন, তাদের মূল লক্ষ্য আগামী বছরের এশিয়ান গেমসে সোনা জেতা। তারপরও আজকের ফাইনালে ভালো খেলতে তারা দৃঢ়প্রতিজ্ঞ, 'আমরা ভারতের বিরুদ্ধে এশিয়ান গেমসে খেলেছিলাম। প্রথম ম্যাচটি ড্র হয়েছিল, দ্বিতীয়টি আমরা এক পয়েন্টে হেরেছিলাম। আমরা সোনা জিততে এখানে এসেছি, কিন্তু সেটাই একমাত্র লক্ষ্য নয়—আমাদের বড় লক্ষ্য ২০২৬ সাল।'
