আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ডের পাল্লা ভারী ডু প্লেসির

স্পোর্টস ডেস্ক
ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ডের পাল্লা ভারী ডু প্লেসির

আগামী মাসে ৪১ বছর পূর্ণ হবে ফাফ ডু প্লেসির। তবে ব্যাট হাতে এখনও যেন চির তরুণ দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। মেজর লিগ ক্রিকেটে আরও একবার তেমন কিছুরই প্রমাণ দিলেন ডু প্লেসি।

গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের সবশেষ ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বোলারদের ওপর চড়াও হন ডু প্লেসি। সেঞ্চুরি তুলে নেন ৫০ বলে। শতরান করার পথে সাত ছয়ের পাশাপাশি ছয়টি চার মারেন তিনি। সেঞ্চুরি করার পরের বলেই প্যাভিলিয়নে হাঁটেন। মেজর লিগ ক্রিকেটের গত আসরে ৩৯ বছর ৩৬১ দিন বয়সে শতরানের দেখা পান ডু প্লেসি।

বিজ্ঞাপন

সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি রেকর্ড গড়েন সাবেক অধিনায়ক। এবার সে রেকর্ডটি আরও সমৃদ্ধ করলেন। ইউনিকর্নসের বিপক্ষে সেঞ্চুরির সময় তার বয়স ছিল ৪০ বছর ৩৪২ দিন।

ডু প্লেসির সেঞ্চুরিতে আগে ব্যাট করে ১৯৮ রান তোলে টেক্সাস। জবাবে ম্যাথু শর্ট ও ফিন অ্যালেনের টর্নেডো ব্যাটিংয়ে সাত উইকেট ও ২৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইউনিকর্নস। চারটি চার এবং আট ছয়ের সাহায্যে ৩৫ বলে ৭৮ রানের ইনিংস খেলেন অ্যালেন। ২৯ বলে ৬১ রান এনে দেন শর্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন