দুই দলের প্রথম তিন ইনিংসের এক ইনিংসেও দেড়শ রানের ঘর ছাড়াতে পারেনি কোনো দল। অ্যাশেজের মেলবোর্ন টেস্টেও বোলারদের এই দাপটের মাঝে চতুর্থ ইনিংসে ব্যতিক্রমী ব্যাটিং দেখাচ্ছে ইংল্যান্ড। প্রতিরোধ গড়ে ধীরে ধীরে জয়ের দিকে ধাবিত হচ্ছে বেন স্টোকসের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৭৭/২। জয়ের জন্য দরকার আর ৯৮ রান, হাতে ৮ উইকেট।
দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র ১৩২ রানে। ব্রাইডন কার্স ও বেন স্টোকসের তোপে দ্বিতীয় ইনিংসে চোখে সর্ষেফুল দেখেন অজি ব্যাটাররা। আর তাতেই চলতি অ্যাশেজে প্রথম জয় পেতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৫ রান। প্রথম ইনিংসে ১৫২ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল ১১০ রানে।
তাতে ৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল স্বাগতিকরা। বিনা উইকেটে স্কোরবোর্ডে ৪ রান যোগ করে প্রথম দিন শেষ করেছিল। শনিবার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিন অজিদের ক্রিজে দাঁড়াতেই দেননি কার্স-স্টোকসরা। ৬৭ বল মোকাবিলায় সর্বোচ্চ ৪৬ রান করেছিলেন ট্রাভিস হেড। ৩৯ বল মোকাবিলায় ২৪ রানে অপরাজিত ছিলেন স্টিভেন স্মিথ। ২৯ বলে দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ক্যামেরন গ্রিন।
৩৪ রান খরচায় কার্স ৪ উইকেট আর ২৪ রান খরচায় ৩ উইকেট নেন স্টোকস। এছাড়া জশ টাঙ ২ আর গাস আটকিনসন ১টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে পুরো ইনিংসে ১০ উইকেটের সবগুলোই নিয়েছে পেসাররা। আগের দিনও দুদলের পেসাররা মিলে ২০ উইকেট তুলে নিয়েছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

