নাপোলি ও ইন্টার মিলান- মৌসুমের শেষ ম্যাচে এসে শিরোপার লড়াইয়ে টিকে ছিল উভয় দল। যদিও এক পয়েন্ট বেশি নিয়ে দৌঁড়ে কিছুটা এগিয়ে ছিল নাপোলি। জিতলেই চলতো তাদের। অন্যদিকে নিজেদের জয়ের পাশাপাশি নেপলসের ক্লাবটির পয়েন্ট হার কামনা করতে হতো ইন্টার মিলানকে। সে সমীকরণ মেলেনি। কাগলিয়ারিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে নাপোলি। তাই কোমোকে সমান ব্যবধানে হারালেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো ইন্টার মিলানকে।
ইতালির শীর্ষ লিগে এটা নাপোলির চতুর্থ শিরোপা। এর আগে সবশেষ ২০২২-২৩ মৌসুম লিগের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল তারা। অর্থ্যাৎ এক মৌসুম পরই শিরোপা পুনরুদ্ধার করল নাপোলি। দলের শিরোপা জয়ের দিনে একটি রেকর্ড গড়েছেন অ্যান্তোনিও কন্তে। প্রথম কোচ হিসেবে ইতালিয়ান সিরিএ’তে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে শিরোপা জেতার কীর্তি গড়লেন তিনি। ম্যারাডোনা স্টেডিয়ামে এদিন স্কট ম্যাকটোমিনের কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। ব্যবধান বাড়ান রোমেলু লুকাকু।

