ফিফা ক্লাব বিশ্বকাপ

আল হিলাল-ফ্লুমিনেন্স লড়াই আজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৪: ০০

শেষ ষোলোর লড়াই শেষ। ফিফা ক্লাব বিশ্বকাপে মিশন এবার কোয়ার্টার ফাইনালের। আজ মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবলের বৈশ্বিক আসরের শেষ আটের লড়াই। সেমিফাইনালে উঠার প্রথম লড়াইয়ে মাঠে নামছে আল হিলাল। সৌদি আরবের ক্লাবটি মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের। দুদলের ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচটি হবে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে।

শেষ ষোলো পর্বে সাত গোলের থ্রিলার ম্যাচে ৪-৩ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চমক দেখিয়েছে মধ্যপ্রাচ্যের ক্লাব আল হিলাল। আর ফ্লুমিনেন্স ২-০ গোলে হৃদয় ভেঙে দেয় ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের। এখন শেষ চারে কে নাম লেখে সেটাই এখন দেখার। তবে নতুন করে চমক দেখাতে প্রস্তুত দুদলই।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে পালমেইরাস খেলবে চেলসির বিপক্ষে। ইংলিশ জায়ান্ট টিমটিকে ব্রাজিলিয়ান ক্লাব মোকাবিলা করবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায়। এ ম্যাচটি হবে ফিলাডেফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে। নকআউট পর্বে স্বদেশি ক্লাব বোতাফোগোকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে পালমেইরাস।

আর চেলসি ৪-১ গোলে পর্তুগিজ দল বেনফিকাকে উড়িয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এখন সেমিফাইনালে উঠার স্বপ্ন দেখে যাচ্ছে স্টামফোর্ড ব্রিজ শিবির। তাদের হতবাক করতে শেষবারের মতো নিজেদের ঝালাই করে নিচ্ছে পালমেইরাস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত