শিরোপা নিশ্চিতের পর রহমতগঞ্জের কাছে হারল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ মে ২০২৫, ১৫: ৩২
আপডেট : ২১ মে ২০২৫, ২১: ৩২

প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে রহমতগঞ্জের কাছে ৪-৩ গোলে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জের হয়ে হ্যাটট্রিক করেন স্যামুয়েল বোয়েটাং। ম্যাচটি গতকাল হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি বাধা ১২ মিনিট মাঠে গড়ানোর পর ম্যাচ স্থগিত হয়ে যায়। আজ ম্যাচের বাকি ৭৮ মিনিটের খেলা মাঠে গড়িয়েছে।

গতকাল ২-১ গোলে এগিয়ে ছিল মোহামেডান। কিন্তু আজ মাঠে নেমে চমক দেখায় রহমতগঞ্জ। তারা ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নেয়। ফলে প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হওয়ার পর এই প্রথম হারল মতিঝিল পাড়ার ক্লাবটি। লিগে এখনও দুটি ম্যাচ বাকি আছে জায়ান্টদের।

বিজ্ঞাপন

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ২-১ গোলে পিছিয়ে থেকে মাঠে নামা রহমতগঞ্জ ম্যাচে ফেরে ৩১ মিনিটে- তাজ উদ্দিনের কল্যাণে। ৩৭ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে ফের এগিয়ে যায় মোহামেডান। কিন্তু শেষদিকে দুই গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় চ্যাম্পিয়নদের। ৮৪ মিনিটে রহমতগঞ্জের হয়ে স্কোরলাইন ৩-৩ করেন মামুদ ওশি। দুই মিনিট পর ওশি ফের জালের দেখা পেলে জয় নিশ্চিত হয় রহমতগঞ্জের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত