আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় কাবাডির চূড়ান্ত পর্ব শুরু

স্পোর্টস রিপোর্টার

জাতীয় কাবাডির চূড়ান্ত পর্ব শুরু

রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ এবং যুগ্ম সম্পাদক আব্দুল হকসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আমিনুল এহসান বলেন, ‘জাতীয় খেলা কাবাডিতে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। সর্বশেষ নারী ওয়ার্ল্ড কাপে আমরা ব্রোঞ্জ জিতেছি। তবে আমরা পুরুষ ও নারী উভয় বিভাগেই বিশ্বের এক নম্বর হতে চাই। এ জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকেই হয়তো আমরা আগামী দিনের বিশ্বমানের খেলোয়াড় পাব। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা আমরা করে যাব।’

অন্যদিকে নেওয়াজ সোহাগ বলেন, ‘গত বছর ১৪ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর আমরা এ পর্যন্ত ২০টি ইভেন্ট সফলভাবে সম্পন্ন করেছি। ২০ বছর পর এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে আমরা ব্রোঞ্জ জিতেছি। এমনকি এশিয়ান ইয়ুথ গেমসে বালক ও বালিকা উভয় বিভাগেই ব্রোঞ্জ এসেছে।’ দুই ধাপে আয়োজিত এ চ্যাম্পিয়নশিপের প্রথম ধাপে হয়েছে জেলা পর্যায়ের খেলা। জোনাল পর্যায়ের আটটি জোনের সেরা পুরুষ ও নারী দলগুলো এতে অংশ নিচ্ছে।

পুরুষ বিভাগের উদ্বোধনী ম্যাচে মৌলভীবাজার জেলা ৪৬-৩৪ পয়েন্টের ব্যবধানে মাদারীপুরকে হারায়। নারী বিভাগে দিনের প্রথম ম্যাচে ঝিনাইদহ ৩২-২৬ পয়েন্টে বরিশালকে হারায়। আগামী ২৮ ডিসেম্বর জেলা চ্যাম্পিয়নশিপের (পুরুষ ও নারী) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে জেলার সেরা চারটি দল সার্ভিসেস দলগুলোর সঙ্গে মূল জাতীয় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অবতীর্ণ হবে। আগামী ৩১ ডিসেম্বর চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন