এশিয়া কাপ দলে সোহান-সাইফ, মিরাজ-সৌম্য স্ট্যান্ডবাই

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২০: ৫০
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৭: ৪৭
নুরুল হাসান সোহান ও সাইফ হাসান

মাঠে দুর্দান্ত সময় কাটছিল নুরুল হাসান সোহানের। যে কারণে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, এশিয়া কাপের দলে জায়গা পেতে পারেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অবশেষে সেই উড়ো খবরই সত্যি হলো। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহানকে রেখেই মহাদেশীয় এ ক্রিকেট টুর্নামেন্টের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। দলে চমক রয়েছে আরো। তার সঙ্গে দলে ফিরেছেন সাইফ হাসানও। মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

বিজ্ঞাপন

অধিনায়ক লিটন দাসের সঙ্গে জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়দের এশিয়া কাপের স্কোয়াডে থাকাটা অবশ্য আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল। তার সঙ্গে দলে সুযোগ করে পাওয়ার দৌড়ে ছিলেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। তবে নির্বাচকরা তাকে রেখেছেন স্ট্যান্ডবাই হিসেবে।

অন্যদিকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপের দলে ডাক পাননি। নিজের ওপর চাপ কমাতে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান শান্ত। পরে তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয় বিসিবি। বিসিবির এই সিদ্ধান্তের পর টেস্ট দলের অধিনায়কত্বও ছেড়ে দেন শান্ত। অধিনায়কত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়া শান্ত ছিলেন এশিয়া কাপের দলে ফেরার লড়াইয়ে। তবে সাম্প্রতিক সময়ে কোনো টি-টোয়েন্টি না খেলা শান্তকে ফিরতে পারেননি দলে। দল থেকে বাদ পড়েছেন পেসার নাহিদ রানাও। মূলত টেস্ট ম্যাচে তার ওপর চাপ কমাতে নাহিদ রানাকে টি-টোয়েন্টি থেকে দূরে রাখা হয়েছে।

দলে শরিফুল-মোস্তাফিজের সঙ্গে তানজিম সাকিব-তাসকিন আহমেদরা থাকায় বাড়তি পেসার হিসেবে এশিয়া কাপে খেলা হচ্ছে না নাহিদ রানার। স্পিন বিভাগে রিশাদ হোসেন-শেখ মাহেদির সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে রয়েছেন নাসুম আহমেদ। পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় মিরাজ নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না। তাই এশিয়া কাপের দলে জায়গা হয়নি তারকা এ অলরাউন্ডারের। তাকে রাখা হয়েছে রিজার্ভ টিমে।

ব্যাটিং বিভাগে নির্বাচকরা আস্থা রেখেছেন লিটন দাসের সঙ্গে তানজিদ হাসান তামিম-পারভেজ ইমনদের ওপর। পাশাপাশি মিডল অর্ডারে থাকছেন জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়রা।

বাংলাদেশ স্কোয়াড

লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই (এশিয়া কাপের জন্য) : সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত