দুইবারের স্বর্ণজয়ী অ্যাথলেটের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৫: ০৮

পাকিস্তানের কারাকোরাম পাহাড়ে ওঠার সময় মৃত্যু হয়েছে জার্মানির অ্যাথলেট লরা ডালমিয়েরের। মাথায় পাথরের আঘাত লাগার পরই মারা যান লরা। গত সোমবার তার মৃত্যু হলেও বিরূপ আবহাওয়ার কারণে লরার মৃতদেহ উদ্ধার করা যায়নি। খবর বিবিসি'র।

লরা ডালমিয়ের অলিম্পিকে দুইবার স্বর্ণা জিতেছেন। বায়াথলনে (স্কিইং ও রাইফেল শ্যুটিংয়ের মিশ্র ইভেন্ট) দুইবারের চ্যাম্পিয়ন ৩১ বছর বয়সী লরা। এই জার্মান পর্বতারোহীর সঙ্গী ছিলেন মারিনা ইভা। প্রায় ৫৭০০ মিটার উচ্চতায় দুর্ঘটনার পর লরাকে উদ্ধারের জন্য ইভা জরুরী সার্ভিসে যোগাযোগ করলেও বিরূপ আবহাওয়ায় তাতে বিঘ্ন ঘটে।

এক বিবৃতিতে ডালমিয়েরের ইনস্টাগ্রামে বলা হয়, ‘লরার স্পষ্ট ও লিখিত চাওয়া ছিল এ ধরনের কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হলে, যেন কেউ জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে না যায়। পাহাড়েই তার দেহাবশেষ রেখে আসার ব্যাপারে আগেই ইচ্ছার কথা জানিয়েছিলেন। তার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের কথা জানিয়েছে লরার পরিবার ও স্বজনরা।’

লরার মৃত্যুতে শোক জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কির্স্টি কভেনট্রি। তার ভাষ্য, ‘লরার মৃত্যু আমাদের অলিম্পিক পরিবারে গভীর শোকের সৃষ্টি করেছে। তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’ শোক জানিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেনমিয়েরও, ‘তিনি ছিলেন আমাদের দেশের দূত এবং বিশ্বজুড়ে শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত সহাবস্থানের এক অনন্য উদাহরণ।’

২০১৮ পিয়ংইয়ং অলিম্পিকে দুটি স্বর্ণ ও এক ব্রোঞ্জপদক জিতেন করা। ইতিহাসের প্রথম নারী অ্যাথলেট হিসেবে একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারসুট দুই ইভেন্টেই স্বর্ণ জিতেছেন লরা। ২০১৯ সালে অবসরের আগে ৫টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনি ৭টি স্বর্ণসহ মোট ১৫টি পদক অর্জন করেন।

বিষয়:

অলিম্পিক
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত