হত্যার হুমকি পেলেন শামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৪: ৫২

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ শামি। এরই মধ্যে হত্যার হুমকি পেলেন ভারতের এই তারকা পেসার।

ভারতের প্রথম সারির প্রচারমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত রোবাবর মেইলে হত্যার হুমকি দেওয়া হয় শামিকে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর করা হয়েছে। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সুপারের নির্দেশে এফআইআরটি করা হয়েছে। যেটা নিবন্ধন করেছেন ডানহাতি গতি তারকার ভাই হাসিব। এফআইআরে হত্যার হুমকিদাতা হিসেবে রাজপুত সিন্দার নামের এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। হত্যার হুমকির পাশাপাশি শামির কাছে এক কোটি রুপি দাবি করেছেন ওই হুমকিদাতা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কিছুদিন আগে হত্যার হুমকি দেওয়া হয়েছিল ভারত জাতীয় দলের প্রধান কোচ ও সাবেক তারকা ব্যাটার গৌতম গম্ভীরকে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর মেইলে ওই হুমকি পান গম্ভীর। বিষয়টি তদন্ত করছে দিল্লি পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত