
স্পোর্টস ডেস্ক

খারাপ সময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের এখন মানসিকভাবে ভেঙে পড়ার উপক্রম। একে তো মাঠের ফারফরম্যান্স ভালো যাচ্ছে না। তার ওপর মাঠের বাইরেও কোনো সুখবর মিলছে না। খারাপ খবর যেন দুজনের পেছনে লেগেই আছে। এমনিতেই পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি দুজনের। এবার বাবর-রিজওয়ানের অবনমন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে।
২০২৫-২৬ মৌসুমের জন্য গতকাল কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম জানিয়েছে পিসিবি। নতুন চুক্তিতে বাবর-রিজওয়ানকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে বোর্ড। আগের মৌসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন কেবল বাবর ও রিজওয়ান। নতুন চুক্তিতে এই দুজনের অবনমন হলেও ‘এ’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার রাখেনি পিসিবি। তার মানে অবিশ্বাস্য হলেও সত্য যে, পাকিস্তানের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরির কোনো খেলোয়াড়ই নেই।
কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের সংখ্যা বাড়িয়েছে পিসিবি। ২০২৪-২৫ মৌসুমে চুক্তিতে ছিল ২৭ জন ক্রিকেটার। এবার খেলোয়াড়দের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। তার মধ্যে ১২ জনই অনভিজ্ঞ। ভালো পারফরম্যান্সের সুবাদে আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাদাব খান উঠে এসেছেন ‘বি’ ক্যাটাগরিতে। পেসার শাহিন শাহ আফ্রিদিও জায়গা করে নিয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। আরেক পেসার নাসিম শাহ চুক্তিতে রয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে।
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির তালিকা
‘বি’ ক্যাটাগরি
বাবর আজম, ফখর জামান, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান।
‘সি’ ক্যাটাগরি
মোহাম্মদ হারিস, আবদুল্লাহ শফিক, ফহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল ও নাসিম শাহ।
‘ডি’ ক্যাটাগরি
খুশদিল শাহ, আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।

খারাপ সময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের এখন মানসিকভাবে ভেঙে পড়ার উপক্রম। একে তো মাঠের ফারফরম্যান্স ভালো যাচ্ছে না। তার ওপর মাঠের বাইরেও কোনো সুখবর মিলছে না। খারাপ খবর যেন দুজনের পেছনে লেগেই আছে। এমনিতেই পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি দুজনের। এবার বাবর-রিজওয়ানের অবনমন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে।
২০২৫-২৬ মৌসুমের জন্য গতকাল কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম জানিয়েছে পিসিবি। নতুন চুক্তিতে বাবর-রিজওয়ানকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে বোর্ড। আগের মৌসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন কেবল বাবর ও রিজওয়ান। নতুন চুক্তিতে এই দুজনের অবনমন হলেও ‘এ’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার রাখেনি পিসিবি। তার মানে অবিশ্বাস্য হলেও সত্য যে, পাকিস্তানের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরির কোনো খেলোয়াড়ই নেই।
কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের সংখ্যা বাড়িয়েছে পিসিবি। ২০২৪-২৫ মৌসুমে চুক্তিতে ছিল ২৭ জন ক্রিকেটার। এবার খেলোয়াড়দের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। তার মধ্যে ১২ জনই অনভিজ্ঞ। ভালো পারফরম্যান্সের সুবাদে আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাদাব খান উঠে এসেছেন ‘বি’ ক্যাটাগরিতে। পেসার শাহিন শাহ আফ্রিদিও জায়গা করে নিয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। আরেক পেসার নাসিম শাহ চুক্তিতে রয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে।
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির তালিকা
‘বি’ ক্যাটাগরি
বাবর আজম, ফখর জামান, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান।
‘সি’ ক্যাটাগরি
মোহাম্মদ হারিস, আবদুল্লাহ শফিক, ফহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল ও নাসিম শাহ।
‘ডি’ ক্যাটাগরি
খুশদিল শাহ, আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।

দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২৪ মিনিট আগে
প্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগে
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগে
দারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১১ ঘণ্টা আগে