টি-টোয়েন্টিতে ডট বলে সেরা ফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২১: ৩০
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ২১: ৩০

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনো উইকেট পাননি মোস্তাফিজুর রহমান। চার ওভার বোলিং করে খরচ করেন ৪০ রান। হাত খোলা বোলিংয়ের মাঝেও সাতটি ‘ডট বল’ ডেলিভারি দেন। আর এতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বল পাওয়া বোলারদের তালিকায় শীর্ষে উঠে গেছেন বাংলাদেশের তারকা এ পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজের ডট বল এখন রাজা।

বিজ্ঞাপন

শুক্রবার তার ফেসবুক পেজে জানানো হয়, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড এখন মোস্তাফিজুর রহমানের, ১১৪২!’ ফিজের পর দারুণ এ অর্জনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি (১১৩৮)।

তিনে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (১০৭৮)। চারে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ (৯৮৮) আর পাঁচে অবস্থান করছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান (৯৮৪)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত