আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ ফুটবল লিগ

আবাহনীর গোল উৎসব

স্পোর্টস রিপোর্টার
আবাহনীর গোল উৎসব

গোল উৎসব করল ঢাকা আবাহনী। গোলের বন্যা বইয়ে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আরো একটি জয় পেল ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি। আজ মানিকগঞ্জে ফকিরেরপুলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। আবাহনীর জার্সিতে জোড়া গোল উপহার দিয়েছেন সুলেমান দিয়াবাতে। এছাড়া একটি করে গোল করেন মোরসালিন, মিরাজুল ও আল আমিন।

বিজ্ঞাপন

প্রথমার্ধেই আবাহনী এগিয়ে যায় ৩-০ গোলে। ৩১ মিনিটে দিয়াবাতে আবাহনীকে প্রথমে লিড এনে দেন। এই গোলে অবদান রাখেন কাজেম শাহ। তার বাড়ানো বলই দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন মালির ফরোয়ার্ড দিয়াবাতে। মিনিট দশেক বাদে নিজের জোড়া গোল পূর্ণ করেন দিয়াবাতে। এবারো ফকিরেরপুলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে খানিকটা জায়গা বের করে জাল কাঁপিয়ে দেন। দিয়াবাতের জোড়া গোলের পর জালের সন্ধান পান মিরাজুল। তার শট ফকিরেরপুলের রক্ষণ আর গোলরক্ষককে বোকা বানায়।

বিরতির পর আবাহনী পায় আরো দুটি গোলের দেখা। ম্যাচের ৮০ মিনিটে মোরসালিন ও ৮৫ মিনিটে আল আমিন গোল এনে দেন। এ জয়ে আবাহনী পয়েন্ট তালিকার তিন ধাপ এগিয়েছে। ছয় ম্যাচে আট পয়েন্টের পুঁজি নিয়ে এখন রয়েছে চতুর্থ স্থানে। সমান ম্যাচ খেলে ফকিরেরপুল পাঁচ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। দিনের অন্য ম্যাচে পিডব্লিউডি গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ পুলিশের সঙ্গে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন