নারী কোপা আমেরিকার ফাইনালের টিকিট কাটতে পারেনি আর্জেন্টিনা। সেমিফাইনালে হেরে হতাশায় ডুবেছিল লাতিন আমেরিকার দেশটি। সেই হতাশা ভুলে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে নিয়েছে আকাশি নীল-সাদা জার্সিধারীরা।
মহাদেশীয় এই ফুটবল আসর তৃতীয় হয়ে শেষ করেছে আর্জেন্টিনার মেয়েরা। গতকাল শনিবার ভোরে উরুগুয়েকে হারিয়েছে তারা। নির্ধারিত সময় শেষে খেলা ছিল ২-২ গোলে সমতা। শেষে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ শেষে ৫-৪ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। এ নিয়ে টুর্নামেন্টটিতে তৃতীয়বারের মতো তৃতীয় সেরা হলো আর্জেন্টিনা।পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ শেষে ৫-৪ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। এ নিয়ে টুর্নামেন্টটিতে তৃতীয়বারের মতো তৃতীয় সেরা হলো আর্জেন্টিনা।

