আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেসির ২০২৬ বিশ্বকাপের বুটের ছবি প্রকাশ্যে, যা যা থাকছে

স্পোর্টস ডেস্ক

মেসির ২০২৬ বিশ্বকাপের বুটের ছবি প্রকাশ্যে, যা যা থাকছে

২০২৬ বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। যতই সময় ঘনিয়ে আসছে, ততই বাজছে দামামা। দলগুলো নিচ্ছে প্রস্তুতি। খেলোয়াড়রাও নিজেদের প্রস্তুত করছেন। লিওনেল মেসি বিশ্বকাপে খেলবেন কি নাÑসেটা এখনো নিশ্চিত নয়; তবে তার জন্য এরই মধ্যে বুট তৈরি করেছে অ্যাডিডাস। আর্জেন্টাইন কিংবদন্তির জন্য বিশেষভাবে তৈরি করা বুটের মডেল ‘অ্যাডিডাস এফ৫০’।

খেলোয়াড়দের কিটস ও বুটসের তথ্য দেওয়ার ওয়েবসাইট ফুটি হেডলাইনস মেসির বুট প্রকাশ্যে এনেছে। যেখানে মেসির বুটের নামকরণ করা হয়েছে ‘এল উলতিমো ট্যাঙ্গো’, যার অর্থ ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নাচ ট্যাঙ্গো।

বিজ্ঞাপন

বুটটি অত্যন্ত হালকা ওজনের উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। আগামী জুনে বিশ্বকাপ শুরুর আগে এই বুট প্রকাশ্যে আসবে। বুটটির ওপরের অংশ ধবধবে সাদা রঙের। অ্যাডিডাস লোগো, জুতার ফিতার ডিটেইলস এবং স্টাডের নিচের দিকের মাথায় নীল রঙ ব্যবহার করা হয়েছে। ডিজাইনে সোনালি রঙ ব্যবহার করা হয়েছে, যা আর্জেন্টিনার পতাকার মাঝের সূর্যকে নির্দেশ করে। সাদা ও নীল রঙের এই সংমিশ্রণটি সরাসরি আর্জেন্টিনার জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে তৈরি করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন