পাঁচ মিনিটেই কার্লের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ২১: ৩০

বয়স তার ১৭। এই বয়সেই ইতিহাসের অংশ হয়ে গেছেন বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং মিডফিল্ডার লেনার্ট কার্ল। চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে ম্যাচে পঞ্চম মিনিটে প্রথম গোল করে এই আসরে বায়ার্নের হয়ে এখন সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডটি কার্লের।

কার্ল গোলটি করেছেন ১৭ বছর ২৪২ দিন বয়সে। তিনি ভেঙেছেন জামাল মুসিয়ালার রেকর্ড। লাৎসিওর মুসিয়ালা গোল করেছিলেন ১৭ বছর ৩৬২ দিন বয়সে। কাকতালীয় ব্যাপার হলো, মুসিয়ালা সেই ম্যাচে পরেছিলেন বায়ার্নের ৪২ নম্বর জার্সি, কার্লও এই ম্যাচে পরেছেন ৪২ নম্বর জার্সি!

বিজ্ঞাপন

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিও কার্লকে নিয়ে উচ্ছ্বসিত। জয়ের পর কার্লকে নিয়ে ডিএজেডএনকে কোম্পানি বলেছেন, ‘আমি প্রচারের ভক্ত নই। তবে এখন সে (কার্ল) এর কিছুটা পাবে। আজ (গতকাল রাতে) সে ভালো খেলেছে। সবাই জানে সে গোল করতে পারে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত