ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। অষ্টম ম্যাচে সানজিদ মজুমদারের দুর্দান্ত বোলিংয়ের পর সামিউন বাশিরের ব্যাটিং দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারাল বাংলাদেশের যুবারা।
এই জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিশোধ নিলো বাংলাদেশ। এর আগের দেখায় প্রোটিয়াদের কাছে সমান ব্যবধানে হেরেছিল আজিজুল হাকিম তামিমের দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৩৭.২ ওভারে ১৪৭ রানে অলআউট হয় তারা।
আফ্রিকান জায়ান্টদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন বান্ডিলে এমবাথা। ৩৩ রান এনে দেন পল জেমস। এছাড়া ভিহান প্রিটোরিয়াস ১৮ ও আদনান লাগাদিয়েন করেন ১৬ রান। ৩৯ রানে ৪ উইকেট নেন সানজিদ। আল ফাহাদ ও সামিউনের শিকার দুটি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় ৬৮ রানে পঞ্চম উইকেট হারায় তারা। তাতে জেগেছিল হারের শঙ্কা। কিন্তু সব শঙ্কা দূরে করেন সামিউন ও মোহাম্মদ আব্দুল্লাহ। ষষ্ঠ উইকেটে তাদের নিরবচ্ছিন্ন ৮০ রানের জুটি বাংলাদেশের জয় নিশ্চিত করে।
দল চাপের মুখে পড়লেও ব্যাট হাতে আগ্রাসী ছিলেন সামিউন। ৩৬ বলে ৬ চার ও ৩ ছয়ের সাহায্যে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আব্দুল্লাহ অপরাজিত থাকেন ২০ রানে। এছাড়া ৪৩ রান এনে দেন রিফাত বেগ। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৯ রানে ৪ উইকেট নেন বায়ান্দা মাজোলা।
আগেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তার আগে নিয়মরক্ষার ম্যাচে আগামী ৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯: ১৪৭/১০- ৩৭.২ ওভার (এমবাথা ৩৯, জেমস ৩৩, প্রিটোরিয়াস ১৮; সানজিদ ৪/৩৯)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯: ১৪৮/৫- ২৯.৩ ওভার (সামিউন ৫২*, রিফাত ৪৩, আব্দুল্লাহ ২০*; মাজোলা ৪/২৯)
ফল: বাংলাদেশ অূনর্ধ্ব ১৯ দল ৫ উইকেটে জয়ী

