ক্লাব বিশ্বকাপের সমালোচকদের একহাত নিলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৫: ২১

ক্লাব বিশ্বকাপের কারণে দীর্ঘ ক্লাব মৌসুম শেষে ছুটি কাটাতে পারছেন না ফুটবলাররা। বিষয়টি নিয়ে নতুন আঙ্গিকে আয়োজিত ক্লাব বিশ্বকাপের তুমুল সমালোচনা করেছেন ফুটবল সংশ্লিষ্ট অনেকেই। এবার তাদের একহাত নিলেন পেপ গার্দিওলা। যদিও এই টুর্নামেন্টের নেতিবাচক দিক নিয়েও সরব ম্যানচেস্টার সিটির প্রধান কোচ।

হতাশার একটি মৌসুম শেষে ক্লাব বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ম্যানসিটি। ‘জি’ গ্রুপের সেরা হয়ে রাউন্ড অব সিক্সটিকে পা রেখেছে সিটিজেনরা। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাতটায় নকআউট ম্যাচে মাঠে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি।

বিজ্ঞাপন

তার আগে গার্দিওলা বলেন, ‘আমরা কোচ। আমরা তো আর ক্লাব বিশ্বকাপের আয়োজক না। তবে এই টুর্নামেন্টে অংশ নিয়ে আমরা গর্বিত। এখানে খেলতে না পেরে অনেক ক্লাব এবং খেলোয়াড় অভিযোগ তুলেছে। এই টুর্নামেন্টে খেলতে পারলে তাদেরও ভালো লাগতো। খেলতে পারলে তাদের মিডিয়া ও সমর্থকরা এখানে থাকতে পারতো। ক্লাব বিশ্বকাপ খেলার জন্য আর্থিকভাবে লাভবান হতো। তাহলে তারাও খুশি থাকতো।’

ম্যানসিটির প্রধান শিক্ষক আরও বলেন, ‘একজন কোচ হিসেবে আমি বলব মৌসুমের এমন সময় এই টুর্নামেন্ট আদর্শ কিছু নয়। পরবর্তী ক্লাব মৌসুমের আগে মাস দুয়েকের ছুটি পেলে আমাদের সবার ভালো লাগতো। সবাই পরের মৌসুমের আগে দলকে চনমনে দেখতে চায়। তাই বলে ক্লাব বিশ্বকাপকে তো আর না মানার উপায় নেই। যোগ্যতা অর্জন করেই আমরা এখানে এসেছি। যেহেতু খেলতে এসেছি- তাই সেরা সাফল্যের জন্য চেষ্টা করে যাবো।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত