সাঁতারে ২০ নতুন রেকর্ড, চ্যাম্পিয়ন নৌবাহিনী

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ২১: ০০

৩৪তম জাতীয় সাঁতারে ২০টি নতুন রেকর্ড হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এবারের আসরে সর্বোচ্চ ৩৫ স্বর্ণ, ২৩ রৌপ্য ও ১১টি ব্রোঞ্জসহ ৬৯ পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১০ স্বর্ণ, ২১ রৌপ্য ও ২৯টি ব্রোঞ্জপদক নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া চার স্বর্ণ, পাঁচ রৌপ্য এবং ৯টি ব্রোঞ্জপদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করে বিকেএসপি। বাংলাদেশ পুলিশ ওয়াটার পোলোতে একটি ব্রোঞ্জপদক পেয়ে চতুর্থ হয়েছে।

মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ দিনে সাঁতারের ৯টি ইভেন্ট ছিল। এর মধ্যে পাঁচটিতেই হয় নতুন জাতীয় রেকর্ড। নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি সর্বোচ্চ ছয়টি রেকর্ড গড়েন। শেষ দিনে কাজল মিয়া দুটি নতুন রেকর্ড গড়েন। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে জুয়েল আহমেদের (২০২২ সালের রেকর্ড ৪ মিনিট ৪৬.১৩ সেকেন্ড) রেকর্ড ভেঙে দেন কাজল।

বিজ্ঞাপন

একই দিনে ৪০০ মিটার ফ্রি স্টাইলে গত বছর নিজের করা রেকর্ড ভেঙে ৪ মিনিট ৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন এই সাঁতারু। সব মিলিয়ে এবার চারটি নতুন রেকর্ড গড়েন কাজল। গতকাল সামিউল ব্যক্তিগত ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজার কাছে হেরে দ্বিতীয় হন।

অন্যদিকে, এবার নারী সাঁতারুরাও নতুন রেকর্ড গড়েছেন। বিকেএসপির জুঁই আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৩৭.০১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার এবং চার গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতেও নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

রেকর্ডের ধারাবাহিকতায় পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল সর্বোচ্চ ছয়টি স্বর্ণ ও একটি রৌপ্যপদক অর্জন করে সেরা সাঁতারু হন। নারী বিভাগে সেনাবাহিনীর রোমানা আক্তার পাঁচটি স্বর্ণ ও তিনটি রৌপ্য (তিনটি নতুন জাতীয় রেকর্ড) পদক জিতে সেরা সাঁতারু হন। ডাইভিংয়ে পুরুষ বিভাগে নৌবাহিনীর ইমন হোসেন একটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক পেয়ে সেরা খেলোয়াড় এবং নারী বিভাগে বিকেএসপির নন্দিনী পাহান তিনটি স্বর্ণপদক পেয়ে সেরা হন। ওয়াটার পোলোতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং নৌবাহিনী রানার্সআপ হয়েছে। ডাইভিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী আর রানার্সআপ হয়েছে বিকেএসপি।

সমাপনী দিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত