আবাহনীকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ মে ২০২৫, ২১: ৩০

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার (১৬ মে) তারা ৪-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে ১৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৮ পয়েন্ট অর্জন মোহামেডানের। পয়েন্ট টেবিলে আবাহনীর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে তারা। আবাহনীর অর্জন ২৮ পয়েন্ট। অবশ্য তারা মোহামেডানের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। মোহামেডানের বাকি আরো তিন ম্যাচ। এর মধ্যে একটি ম্যাচ জিতলে কিংবা তিন পয়েন্ট অর্জন করতে পারলে আবাহনীকে পেছনে ফেলে প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগের শিরোপা জিতবে সাদা-কালো জার্সিধারীরা। অন্যদিকে, আবাহনীর বাকি চার ম্যাচ। এর মধ্যে যদি তারা একটি ম্যাচে হেরে যায়, তাহলে শিরোপা জয়ের উৎসব করবে মোহামেডান। শনিবার আবাহনীর মাঠে নামবে ফর্টিস এফসির বিপক্ষে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে সানডে জোড়া গোল উপহার দেন। সুলেমান দিয়াবাতে করেন একটি গোল। অপর গোলটি করেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। চট্টগ্রাম আবাহনীর একমাত্র গোলদাতা হলেন সুমন হোসেন। খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। পরের অর্ধে তিনটি গোল হয়েছে। একই দিন ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে হারায় ফকিরেরপুল ইয়াংমেন্সকে। বাংলাদেশ পুলিশ এফসির কাছে ১-০ গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফলে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরেই রয়েছে কিংস। তবে টেবিলে চার নম্বরে উঠে এসেছে ব্রাদার্স। তাদের অর্জন ২৩ পয়েন্ট। অবশ্য পুলিশ এফসিরও অর্জন ২৩ পয়েন্ট। গোল গড়ে পিছিয়ে থাকায় পাঁচ নম্বরে রয়েছে পুলিশ এফসি।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত