টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে এক মাসও বাকি নেই। এর আগেই ভিসা জটিলতায় পড়ছেন ক্রিকেটাররা। এবার এই জটিলতার প্যাঁচে পড়লেন যুক্তরাষ্ট্রের পেসার আলি খান। পাকিস্তানে জন্ম নেয়া এই ক্রিকেটারের দাবি, ভারতে প্রবেশের জন্য তার করা ভিসা আবেদন নাকচ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন আলী খান। ইনস্টাগ্রাম স্টোরিতে আলি খান হাতে কেএফসি নিয়ে তোলা একটি ছবিসহ ইংরেজিতে যা লেখেন তার ভাবার্থ, ‘ভারতের ভিসা মেলেনি, তবে কেএফসি তো মিলল।’
মূলত ভারত-পাকিস্তান বৈরী সম্পর্কের প্রভাবেই ভিসা পাচ্ছেন না আলী খানের মতো অনেক ক্রিকেটার। জানা গেছে, বিভিন্ন দেশের হয়ে খেলা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা যে ভারতীয় ভিসা নিয়ে জটিলতায় পড়বেন সে শঙ্কা ছিল আগে থেকেই। এবার আলী খানের পোস্টের মাধ্যমেই বিষয়টি প্রকাশ্যে এলো।
২০১৯ সালে অভিষেকের পর যুক্তরাষ্ট্রের হয়ে আলি খান ১৫টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যদিও এখনো যুক্তরাষ্ট্র বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত দল ঘোষণা করেনি। তবে আলি খান যে স্কোয়াডে জায়গা করে নেবেন তাতে সংশয় নেই। কারণ দলের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম তিনি।
এদিকে, আলি খানের পোস্ট ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র দলের আরও কয়েকজন ক্রিকেটার— শায়ান জাহাঙ্গীর, বোলার এহসান আদিল ও মোহাম্মদ মহসিন একই ধরনের ভিসা জটিলতায় পড়তে পারেন। ফলে ভিসা ইস্যুতে আইসিসির দ্বারস্থ হতে পারে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে থাকা যুক্তরাষ্ট্রের তিনটি ম্যাচই ভারতে। ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার কথা তাদের। এরপর চেন্নাইয়ে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে খেলবে দলটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

