হামজার চোখধাঁধানো গোল, তবু লেস্টারের বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৩: ০৯
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮: ৪৯
হামজা চৌধুরী

আর্মব্যান্ড পরেই মাঠে নেমেছিলেন হামজা দেওয়ান চৌধুরী। খেললেনও অধিনায়কের মতো। দ্যুতি ছড়ালেন মাঠের লড়াইয়ে। লেস্টার সিটির জার্সি গায়ে চোখধাঁধানো গোলে ক্লাবটিকে এগিয়েও নিয়েছিলেন। কিন্তু হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে দুবার লিড নিয়েও লাভ হয়নি। নির্ধারিত সময় শেষে ম্যাচ থেকে যায় অমীমাংসিত। শেষে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে ইংলিশ লিগ কাপের (কারাবাও কাপ) প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে হামজার দল লেস্টার সিটি।

বিজ্ঞাপন

গত বুধবার রাতে আকু স্টেডিয়ামে বল দখল থেকে আক্রমণ, রক্ষণ, পাসিং, শট নেওয়া- প্রতিটি বিভাগেই আধিপত্য দেখিয়েছে লেস্টার। তবে ম্যাচের নীরবতা ভাঙে ৫৪ মিনিটে। বক্সের ভেতর থেকে নেওয়া হামজার ক্ষিপ্রগতির শট জালে জড়ালে এগিয়ে যায় লেস্টার।

প্রতিপক্ষ ফুটবলার বিপদমুক্ত করতে গিয়ে বল দিয়ে দেন হামজার কাছে। বল ধরেই খানিকটা উপরে তুলেই জোরালো শটে লক্ষ্যভেদ করেন এ ডিফেন্সিভ মিডফিল্ডার। লেস্টারের হয়ে বাংলাদেশের এ সুপারস্টারের এটি দ্বিতীয় গোল। ড্যানিয়েল ভোস্টের গোলে ৬৫ মিনিটে স্কোর লেভেল করে হাডার্সফিল্ড। মিনিট তিনেক বাদেই হ্যারি উইংসের গোলে ফের এগিয়ে যায় লেস্টার। তবে এই লিডও খুব বেশিক্ষণ টেকেনি। আট মিনিট পর হাডার্সফিল্ডকে সমতায় ফেরান ক্যামেরন আশিয়া।

নির্ধারিত সময় শেষে ম্যাচ থেকে যায় ২-২ গোলে অমীমাংসিত। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে হাডার্সফিল্ড গোলরক্ষক লি নিকোলস দুটি শট রুখে হতাশ করেন জর্ডান আইইউ ক্যাসি ম্যাকঅ্যাটিকে। আর শট পোস্টে মারেন লেস্টারের বিলাল আল খান্নুস। তবে এ নিশানা ভেদ করে হাডার্সফিল্ডকে জয় এনে দেন আলফি মে, লিও ক্যাস্টলডাইন ও ল্যাসে সোরেনসেন।

ইংলিশ চ্যাম্পিয়নশিপের অ্যাওয়ে ম্যাচে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় প্রেস্টনকে মোকাবিলা করবে লেস্টার সিটি।

একনজরে ফল

হাডার্সফিল্ড টাউন ২ (৩-২) ২ লেস্টার সিটি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত