সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া যাবে ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২০: ০০

আগস্টের শেষের দিকে অস্ট্রেলিয়ার ডারউইনে হবে টপ অ্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ। এই সিরিজে বাংলাদেশ ‘এ’ দল অংশ নেবে। সোমবার (৪ আগস্ট) আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

এছাড়া নাঈম শেখ, আফিফ হোসেন, হাসান মাহমুদ ও ইয়াসির আলীরাও দলে আছেন। গত বছর অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। বছর না ঘুরতেই আবার অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে লাল-সবুজের জার্সিধারীরা। আগামী ৭ আগস্ট সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিমান ধরবেন সোহানরা।

বিজ্ঞাপন

সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ আগস্ট। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল। এরপর নেপাল, পার্থ স্কোরচার্স, নর্দান টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস ও অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৪ আগস্ট হবে টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ২৮ থেকে ৩১ আগস্ট হবে এ ম্যাচটি।

বাংলাদেশ ‘এ’ দল:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত