ঢাকায় চলমান দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে জয়ের ছন্দ ধরে রাখতে পারল না বাংলাদেশ। গতকাল ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪৩-১৮ পয়েন্টে হারল স্বাগতিকরা।
মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে ২০১২ সালের প্রথম নারী বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি রুপালী, স্মৃতিরা। শারীরিক গড়ন, টেকনিক ও ট্যাকটিকস- সব বিভাগেই এগিয়ে থাকা ভারতের সামনে গোটা ম্যাচেই চাপে ছিল রূপালী আক্তারের দল।
লড়াকু ম্যাচের ইঙ্গিত দেওয়া দ্বৈরথ সময়ের সঙ্গে অসম হয়ে যায়। প্রতিষ্ঠিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের আধিপত্য। ভারত কেন বিশ্বসেরা—রেইড এবং ট্যাকল দুই বিভাগেই প্রমাণ করেন ঋতু নেগি ও সোনালী বিষ্ণু সিঙ্গাতেরা। বৃষ্টি-রূপালীরা রেইড করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেননি, ট্যাকলেও দেখাতে পারেননি মুন্সিয়ানা।
অন্যদিকে, টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শক্তিশালী ইরান। তারা ৫১-১৫ পয়েন্টে হারায় জাঞ্জিবারকে। অপর ম্যাচে উগান্ডাকে হারিয়ে প্রথম জয় পেয়েছে থাইল্যান্ড। দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে থাইল্যান্ড। জমজমাট লড়াইয়ে তারা ৫১-৩৭ পয়েন্টে হারিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়ন উগান্ডাকে। আরেক ম্যাচে জয় পেয়েছে নেপাল। পোল্যান্ডকে ৬৩-২৫ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা।

