ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের টিকিট কেটেছে ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।
বুধবার রাতে ম্যাচের ৩২ মিনিটে সিটিকে বজ্রগতির শটে এগিয়ে দেন রায়ান চেরকি। পরে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে স্যাভিনহোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। পরে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টারের এ জায়ান্ট ক্লাব।
ফাইনালে উঠার লড়াইয়ে টুর্নামেন্ট ২০২১ সালে টানা চার বারের শিরোপা জয়ের পর এই প্রথম সেমিতে উঠা সিটি মুখোমুখি হবে নিউক্যাসলের বিপক্ষে। সেমিফাইনাল হবে দুই লেগের।
তার আগে মঙ্গলবার রাতে জয় ছিনিয়ে নিয়েছে চেলসিও। তবে কষ্টকর এক লড়াই শেষে হাসি মুখে মাঠ ছেড়েছে দ্য ব্লুজ শিবির। তবে এজন্য প্রচুর ঘাম ঝরাতে হয়েছে তাদের।
সাউথ ওয়েলসে কোচ এনজো মারেস্কার শিষ্যরা ৩-১ গোলে হারিয়েছে কার্ডিফ সিটিকে। লিগ ওয়ানের শীর্ষে থাকা দলটিকে ধরাশায়ী করে ইএফএল কাপের সেমিফাইনালে নাম লিখেছে স্টামফোর্ড ব্রিজ শিবির। চেলসির শেষ চারের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।
চেলসির জার্সি গায়ে জড়িয়ে জোড়া উপহার দিয়েছেন আলেজান্দ্রে গারনাচো। অতিথি দলটি বাকি গোলটি পেয়েছেন পেদ্রো নেতোর কল্যাণে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

