আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোস্তাফিজ ইস্যুতে ভারতকেই দোষ দিচ্ছেন শশী থারুর

স্পোর্টস ডেস্ক

মোস্তাফিজ ইস্যুতে ভারতকেই দোষ দিচ্ছেন শশী থারুর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের এই অবস্থার জন্য ভারতীয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের নেতা শশী থারুর। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘এতে আশ্চর্যের কিছু নেই। এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি।’

বেশ কড়া ভাষায় নিজ দেশের লোকদের সমালোচনা করেছেন এই নেতা। মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘অপ্রয়োজনীয় ও অযৌক্তিক’ আখ্যায়িত করে শশী থারুর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘বাংলাদেশ পাকিস্তান নয়। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী পাঠাচ্ছে না। পরিস্থিতি মোটেও তুলনাযোগ্য নয়। তাছাড়া, এই দুই দেশের সঙ্গে আমাদের সম্পর্কও ভিন্ন। বাংলাদেশের সঙ্গে আমাদের আলোচনা বা কূটনৈতিক সম্পর্ক যে পর্যায়, তা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পর্যায় থেকে আলাদা। এই দুই দেশকে এক সরল সমীকরণে ফেলা যায় না।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যা আইপিএলে রেকর্ড পারিশ্রমিক। এরপর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ এনে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ এবং উগ্র ধর্মীয় কিছু সংগঠন মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। যার জের ধরে ভারতীয় বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন