এএফসি চ্যালেঞ্জ লিগ আবাহনীর প্রস্তুতি শুরু

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২৩: ০০
অনুশীলনে আবাহনীর ফুটবলাররা, ছবি: ফেসবুক

আগামী ১২ আগস্ট শুরু হবে আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্বের মিশন। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্লাবটি। কোচ মারুফুল হকের অধীনে আজ বৃহস্পতিবার থেকে মাঠের অনুশীলন শুরু হয়েছে আবাহনীর। এরই মধ্যে চলমান দলবদলের শেখ মোরসালিন ও আল আমিনকে অন্তর্ভুক্ত করেছে তারা।

বিজ্ঞাপন

দীর্ঘদিন মোহামেডানের হয়ে খেলা মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতেকেও দলে নিচ্ছে আবাহনী। তাদের আপাতত লক্ষ্য এএফসি কাপের বাছাই পর্ব। ১২ আগস্ট জাতীয় স্টেডিয়ামে বাছাই পর্বে আবাহনীর প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত