দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে ব্যর্থ সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২: ৫৭

ম্যাক্স সিক্সটিন ক্যারিবিয়ান লিগে ভিন্ন রকম এক রাত পার করলেন সাকিব আল হাসান। দারুণ বোলিং করলেও ব্যাট হাতে পুরোপুরি হতাশ করেছেন বাংলাদশের সাবেক এই অধিনায়ক। এমন দিনে কেমান বে স্টিনগ্রেইসের কাছে তার দল মিয়ামি ব্লেজ হেরেছে ৬ রানে।

জর্জটাউনের জিমি পাওয়েল ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৯৭ রানের পুঁজি পায় কেমান। ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ভ্রাত্য অরবিন্দ। ৮ বলে ১৯ রান এনে দেন ম্যাথু ট্রম্প। এছাড়া ৯ বলে ১৮ রান করেন জর্ডান সিল্ক। মিয়ামির হয়ে বল হাতে বেশ হিসেবি ছিলেন সাকিব। ২ ওভারে খরচ করেন মাত্র ১১ রান। বিনিময়ে তুলে নেন ট্রম্প ও কোব হার্টের উইকেট।

বিজ্ঞাপন

বল হাতে ছড়ি ঘুরালেও ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি সাকিব। পিটার হাটজগলুর করা ইনিংসের দ্বিতীয় বলে ম্যাথু স্পুর্সের হাতে ধরা পড়েন সাকিব। তারকা অলরাউন্ডার শুরুতেই বিদায় নিলেও ক্রিস্টোফার রামসরন, বলরাজদের ব্যাটিংয়ে আশা বেঁচে ছিল মিয়ামির। তবে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৯১ রানে। ১৪ বলে ১৯ রান করেন রামসরন। সমান ১৭ রানে অপরাজিত থাকেন বলরাজ ও নায়ার। ৪ বলে ১৬ রান করেন টম ও কনেল। কেমানের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন হাটজগলু। ব্র্যাডলি হোপ ও রেমন্ড সিমন্স নেন দুটি করে উইকেট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত