
স্পোর্টস ডেস্ক

ম্যাক্স সিক্সটিন ক্যারিবিয়ান লিগে ভিন্ন রকম এক রাত পার করলেন সাকিব আল হাসান। দারুণ বোলিং করলেও ব্যাট হাতে পুরোপুরি হতাশ করেছেন বাংলাদশের সাবেক এই অধিনায়ক। এমন দিনে কেমান বে স্টিনগ্রেইসের কাছে তার দল মিয়ামি ব্লেজ হেরেছে ৬ রানে।
জর্জটাউনের জিমি পাওয়েল ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৯৭ রানের পুঁজি পায় কেমান। ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ভ্রাত্য অরবিন্দ। ৮ বলে ১৯ রান এনে দেন ম্যাথু ট্রম্প। এছাড়া ৯ বলে ১৮ রান করেন জর্ডান সিল্ক। মিয়ামির হয়ে বল হাতে বেশ হিসেবি ছিলেন সাকিব। ২ ওভারে খরচ করেন মাত্র ১১ রান। বিনিময়ে তুলে নেন ট্রম্প ও কোব হার্টের উইকেট।
বল হাতে ছড়ি ঘুরালেও ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি সাকিব। পিটার হাটজগলুর করা ইনিংসের দ্বিতীয় বলে ম্যাথু স্পুর্সের হাতে ধরা পড়েন সাকিব। তারকা অলরাউন্ডার শুরুতেই বিদায় নিলেও ক্রিস্টোফার রামসরন, বলরাজদের ব্যাটিংয়ে আশা বেঁচে ছিল মিয়ামির। তবে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৯১ রানে। ১৪ বলে ১৯ রান করেন রামসরন। সমান ১৭ রানে অপরাজিত থাকেন বলরাজ ও নায়ার। ৪ বলে ১৬ রান করেন টম ও কনেল। কেমানের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন হাটজগলু। ব্র্যাডলি হোপ ও রেমন্ড সিমন্স নেন দুটি করে উইকেট।

ম্যাক্স সিক্সটিন ক্যারিবিয়ান লিগে ভিন্ন রকম এক রাত পার করলেন সাকিব আল হাসান। দারুণ বোলিং করলেও ব্যাট হাতে পুরোপুরি হতাশ করেছেন বাংলাদশের সাবেক এই অধিনায়ক। এমন দিনে কেমান বে স্টিনগ্রেইসের কাছে তার দল মিয়ামি ব্লেজ হেরেছে ৬ রানে।
জর্জটাউনের জিমি পাওয়েল ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৯৭ রানের পুঁজি পায় কেমান। ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ভ্রাত্য অরবিন্দ। ৮ বলে ১৯ রান এনে দেন ম্যাথু ট্রম্প। এছাড়া ৯ বলে ১৮ রান করেন জর্ডান সিল্ক। মিয়ামির হয়ে বল হাতে বেশ হিসেবি ছিলেন সাকিব। ২ ওভারে খরচ করেন মাত্র ১১ রান। বিনিময়ে তুলে নেন ট্রম্প ও কোব হার্টের উইকেট।
বল হাতে ছড়ি ঘুরালেও ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি সাকিব। পিটার হাটজগলুর করা ইনিংসের দ্বিতীয় বলে ম্যাথু স্পুর্সের হাতে ধরা পড়েন সাকিব। তারকা অলরাউন্ডার শুরুতেই বিদায় নিলেও ক্রিস্টোফার রামসরন, বলরাজদের ব্যাটিংয়ে আশা বেঁচে ছিল মিয়ামির। তবে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৯১ রানে। ১৪ বলে ১৯ রান করেন রামসরন। সমান ১৭ রানে অপরাজিত থাকেন বলরাজ ও নায়ার। ৪ বলে ১৬ রান করেন টম ও কনেল। কেমানের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন হাটজগলু। ব্র্যাডলি হোপ ও রেমন্ড সিমন্স নেন দুটি করে উইকেট।

৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৩৬ মিনিট আগে
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে
প্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগে