‘ক্যাপ্টেন কুল’ নামটি নিজের করে নিতে ধোনির আবেদন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৬: ৪৭

মহেন্দ্র সিং ধোনিকে আরও একটি নামে চেনে সবাই- ‘ক্যাপ্টেন কুল’। মূলত চাপের মুখে শান্ত থেকে মাঠে দারুণ সব সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকায় ভক্তরা ভালোবেসে ভারতের সাবেক অধিনায়ককে এই নামে ডাকেন। এবার নামটিকে একান্ত নিজের করে নিতে চাইছেন ধোনি।

ব্যবসায়ীক ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে ‘ক্যাপ্টেন কুল’ নামটির ট্রেডমার্কের জন্য ইতোমধ্যে আবেদন করেছেন ধোনি। কেউ বিরোধিতা না করলে ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্ক হিসেবে অফিসিয়ালি ধোনির নামে নিবন্ধিত হয়ে যাবে। তখন আর কেউ নামটিকে নিজেদের ব্যবসা বা অন্য কোনো ব্র্যান্ডের কাজে ব্যবহার করতে পারবে না।

বিজ্ঞাপন

যদিও আবেদন প্রক্রিয়া মোটেও সহজ ছিল না ধোনির জন্য। এর আগেও আবেদন করেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তখন যুক্তি দেখানো হয়- এই নামের ট্রেডমার্কের জন্য আগেও আবেদন হয়েছে। যদিও ধোনির আইনজীবীর যুক্তি ছিল- ‘ক্যাপ্টেন কুল’ নামটি বহুদিন ধরে উইকেটরক্ষক ব্যাটারের সঙ্গে জড়িত। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি গণমাধ্যমেও এই নামে ধোনিকে ডাকা হয়। তাছাড়া নামটি কেবলমাত্র খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছে। তাই বিভ্রান্ত হওয়ার মতো কিছু থাকছে না। ধোনির আইনজীবীর এমন যুক্তির পর আবেদন গ্রহণ করে ট্রেডমার্ক অফিস।

গণমাধ্যমে ধোনির আইনজীবী মানসী আগারওয়াল বলেন, ‘ট্রেডমার্ক চেয়ে আমরা যে আবেদন করেছিলাম সেটার অগ্রগতি হয়েছে। এজন্য আমরা খুশি। আবেদন যখন প্রত্যাখ্যান হয়েছিল তখন আমরা এর পক্ষে যুক্তি দেখাতে পেরেছিলাম।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত