ব্যাটে-বলে এবার অনুজ্জ্বল সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০১: ৪৫
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০২: ১০

গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত। ব্যাটে-বলের ঝলকে দুবাই ক্যাপিটালসকে ২২ রানে জিতিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। ৫৮* রানে অপরাজিত থেকে ১৩ রান দিয়ে শিকার করেছিলেন ৪ উইকেট।

বিজ্ঞাপন

এবার দ্বিতীয় ম্যাচে দেখলেন মুদ্রার উল্টো পিঠ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতার গল্প লিখেছেন তারকা এ অলরাউন্ডার। ব্যাট হাতে মাত্র ৭ রান করে, ৩৪ রান দিয়ে থেকে গেছেন উইকেট শূন্য। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে হোবার্ট হারিকেনসের কাছে ৭ উইকেটে হারও মেনেছে তার দল।

সংক্ষিপ্ত স্কোর

দুবাই ক্যাপিটালস: ১৪১/৮, ২০ ওভার (গুলবাদিন ৩১, আতাল ২৫; নবি ৩/২১ ও অ্যালেন ৩/২১)।

হোবার্ট হারিকেনস: ১৪২/৩, ১৭ ওভার (রাইট ৫০, ম্যাকডারমট ৪৮; আর্যমান ১/১৭, রোহান ১/১৮ ও কায়েস ১/৩৪)।

ফল: হোবার্ট হারিকেনস ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: বেন ম্যাকডারমট (হোবার্ট হারিকেনস)।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত