ক্রিকেটে বদলির নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৫: ৩২

সবশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে গুরুতর চোট নিয়ে ব্যাটিংয়ে নামেন ঋষভ পন্ত ও ক্রিস ওকস। পরবর্তীতে বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে ক্রিকেটপাড়ায়। এমনকি আইসিসিকে চোট বদলির নিয়ম চালুর জোরালো দাবি জানিয়েছেন সমর্থকরা।

সমর্থকদের সে দাবি রেখে আইসিসি চোট বদলির নতুন নিয়ম চালু করবে কিনা সেটা আপাতত সময়ের হাতে তোলা থাক। এরই মধ্যে চোট বদলির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই)। এই ইস্যুতে নতুন নিয়ম করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বিসিসিআই প্রনীত চোট বদলির নতুন নিয়মের নাম দেওয়া হয়েছে ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট’। এই নিয়মে খেলা শুরুর পর কোনো খেলোয়াড় কেবল গুরুতর চোট পেলেই সংশ্লিষ্ট দল বদলি নামাতে পারবে।

অর্থাৎ বড় ধরনের কেটে যাওয়া, চিড় বা বড় কোনো আঘাতের ক্ষেত্রে বদলি খেলোয়াড় মাঠে নামানো যাবে। তার আগে চোটাক্রান্ত ক্রিকেটারের চোটের ধরন সম্পর্কে একটি রিপোর্ট দিতে হবে ম্যাচ রেফারির কাছে। ম্যাচ রেফারি সেটা অনুমোদন দেওয়ার পরই বদলি খেলোয়াড় মাঠে নামানো যাবে।

নিয়ম অনুযায়ী, বদলি ক্রিকেটারকে হতে হবে লাইক ফল লাইক। এর অর্থ ব্যাটারের বদলি ব্যাটার, বোলারের বদলি বোলার, অলরাউন্ডারের বদলি অলরাউন্ডার। স্ট্রেইন, ক্র্যাম্প বা হ্যামস্ট্রিং- এই ধরনের চোটের জন্য বদলি খেলোয়াড় পাওয়া যাবে না।

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে দুলিপ ট্রফি। আসন্ন চারদিনের ম্যাচের টুর্নামেন্টটি থেকে এই নিয়ম চালু করবে বিসিসিআই। ভারতের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতেও এই নিয়ম রাখবে সংস্থাটি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত